
দ্বিতীয় হুগলি সেতুতে ভয়ঙ্কর দুর্ঘটনা। শুক্রবার গভীর রাতে বিদ্যাসাগর সেতুতে ডিভাইডার টপকে তিনটি ট্রাককে ধাক্কা মারল একটা ট্রাক। দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়াও এই দুর্ঘটনায় গুরতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ২ জন।
জানা গিয়েছে হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল পন্যবোঝাই ট্রাকটি। বিদ্যাসাগর সেতু দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে অন্য লেনে ঢুকে পর পর তিনটি ট্রাককে ধাক্কা মারে ট্রেনটি।
ঘটনায় ট্রাক চালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ। পরে আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জন্য বেশ কিছুক্ষণ হাওড়াগামী যান চলাচল বন্ধ ছিল।
জানা গিয়েছে, বিদ্যাসাগর সেতুতে অন্য একটি ট্রাকের সঙ্গে রেষারেষি করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। রেষারেষির চোটে অন্য লেনে ঢুকে গিয়েছিল ট্রাকটি তাতেই পরের পর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।