বিনামূল্যে ছানির অপারেশন করতে গিয়ে ভয়াবহ সংক্রমণ! চোখে দেখতে পাচ্ছেন না ২৫ জন রোগী

বিনামূল্যে ছানির অপারেশন করতে গিয়ে ভয়াবহ সংক্রমণ! চোখে দেখতে পাচ্ছেন না ২৫ জন রোগী

Anulekha Kar | Published : Jul 4, 2024 11:56 AM IST

ছানি অপারেশন করতে গিয়ে বিপত্তি! চোখের সংক্রমণে ভুগছেন ২৫ জন রোগী। গত শুক্রবার ও শনিবার মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে বা নাদিয়াল হাসপাতালে ২৫ জন রোগীর চোখে ছানির অপরেশন হয়।

এই ২৫ জনের মধ্যে ৪ জন মহিলা ছিল আর বাকিরা পুরুষ। ছানির অপরেশনের পরেই সংক্রমণের অভিযোগ উঠে আসে। অস্ত্রোপচারের পরই রোগীরা চোখে অস্বস্তির কথা জানান। পরে চোখের ব্যান্ডেজ কাটার পর দেখা যায়, প্রত্যেক্যের চোখে সংক্রমণ হয়েছে।

Latest Videos

এখন হাসপাতালে ছানি অপারেশন বন্ধ রাখা হয়েছে। পরে রোগীদের রিজিওনাল ইন্সস্টিটিউট অফ অপথ্যলমোলজিতে স্থানান্তরিত করা হয়।

এখন বর্তমানে ২৫ জন রোগী আপাতত চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু কীভাবে, কেন সংক্রমণ হয়েছে তাই এই আবহে অস্ত্রোপচার করিয়ে তাঁদের বিনামূল্যে লেন্স বসান হয়েছিল।

অপারেশনের পরে অনেকে চোখে অন্ধকার দেখেছেন বলে অভিযোগ। রোগীদের চিকিৎসায় মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের ওটি বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

 

Share this article
click me!

Latest Videos

তীব্র চাঞ্চল্য Jaynagar-এ! প্রকাশ্যে MP-কে জুতো দেখিয়ে চলে Kultali-র জনসাধারণের প্রতিবাদ! | Jaynagar
ধর্মতলায় অস্থায়ী তিলোত্তমা মঞ্চ ঘিরে উত্তেজনা তুঙ্গে! ১২ ঘণ্টা পরও নীরব প্রশাসন! | RG Kar Protest
জয়নগরের রাক্ষসটা শেষ করেদিল মেয়েটাকে! ৭ দিনের পুলিশি হেফাজত | Jaynagar News | Bangla News |
কুলতলির ঘটনায় গ্রেফতার ১, ঘটনাস্থলে আসেন ডি আই জি আকাশ মাঘারিয়া | Kultali Incident
'কেন নেননি FIR ?' জয়নগরের কুলতলি গিয়ে পুলিশকে প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul | Kultali News