খুনের মামলায় গ্রেফতার ভাইপো, পারিবারিক অশান্তি না অন্য কোনও কারণ? তদন্তে পুলিশ

Published : Jul 04, 2024, 05:11 PM ISTUpdated : Jul 04, 2024, 05:46 PM IST
arrest 010

সংক্ষিপ্ত

হুগলির ব্যান্ডেল রেল স্টেশনের কাছে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেল চুঁচুড়া থানার পুলিশ। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

কলকাতা পুরসভার কর্মী লালবাবু গোয়ালার খুনের ঘটনায় তাঁর ভাইপোকে গ্রেফতার করল চুঁচুড়া থানার পুলিশ। বুধবার সন্ধেবেলা ব্যান্ডেল স্টেশনে ট্রেন থেকে নেমে হেঁটেই বাড়ি ফিরছিলেন লালবাবু। তাঁর বাড়ি ব্যান্ডেল স্টেশনের কাছেই। বাড়ির কাছেই তাঁকে গুলি করে খুন করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করে চুঁচুড়া থানার পুলিশ। এই ঘটনাতেই নিহত ব্যক্তির ভাইপোকে গ্রেফতার করা হল। ধৃত আদিত্য গোয়ালা নৈহাটির ঋষি বঙ্কিম চন্দ্র কলেজের ছাত্র। সে লালবাবুকে খুন করেছে বলে দাবি পুলিশের। কিন্তু কী কারণে এই খুন, সেটা এখনও স্পষ্ট নয়। ধৃত তরুণকে জেরা করে পুরো ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ।

পারিবারিক বিবাদে খুন লালবাবু?

ব্যান্ডেলে এই খুনের ঘটনায় পুলিশের অনুমান, পারিবারিক বিবাদ এবং ব্যক্তিগত শত্রুতার কারণে খুন হয়ে থাকতে পারেন লালবাবু। তাঁর জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন আত্মীয়রাই। কলকাতা পুরসভার এই কর্মী একাধিকবার বিয়ে করেছেন বলে দাবি পরিজনদের। তাঁদের আরও দাবি, নিয়মিত নেশা করে বাড়ি ফিরে গালিগালাজ করতেন লালবাবু। এই কারণে কারও সঙ্গে তাঁর সদ্ভাব ছিল না। দুষ্কৃতীদের সঙ্গেও নিহত ব্যক্তির যোগাযোগ ছিল বলে দাবি স্থানীয়দের। ফলে ঠিক কী কারণে খুন, সে ব্যাপারে এখনও ধন্দে পুলিশ।

খুনের কথা অস্বীকার ধৃতের মায়ের

ধৃত আদিত্যর মা দাবি করছেন, যে সময় খুন হয়েছে, তখন বাড়িতেই ছিল ছেলে। যদিও এই দাবি মানতে নারাজ পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের সময় ধৃত তরুণ একাই ছিল না তার সহযোগী কেউ ছিল, সেটা এখনও জানতে পারেনি পুলিশ। তদন্ত করে পুরো ঘটনা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্রথমে যৌন ইঙ্গিত পরে নিজের মামির মুখে বালিশ চাপা দিয়ে খুন! কীভাবে ধরা পড়ল দশম শ্রেণির কিশোর?

Viral Video: গলা কেটে প্রেমিকাকে খুন! মুখে নেই সামান্য অনুতাপের লেশ, হাড় হিম করা ভিডিও দেখলে ঘুম উড়ে যাবে

জামাইষষ্ঠীর রাতে বীরভূমে ভয়ঙ্কর ঘটনা! শ্বশুরবাড়িতে স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর

PREV
click me!

Recommended Stories

চিকেন প্যাটিস কাণ্ডে গ্রেফতার সৌমিক গোলদার, কী প্রতিক্রিয়া সুকান্তর?
দিল্লি থেকে দেড় কোটি নাম বাদ দিতে লোক পাঠাচ্ছে বিজেপি, মহিলাদের লড়াইয়ের আহ্বান মমতার