সামনেই বিধানসভা ভোট। এক বছর আগে থেকেই মোটামুটি জোরকদমে চলছে প্রস্তুতি। দিল্লি নির্বাচনের পরে এবার পশ্চিমবঙ্গের দিকে পাখির চোখ বিজেপির।
210
দিল্লি নির্বাচনের পরে একেবারে গো রাহা হেরেছে আম আদমি পার্টি। চারিদিকে জয়জয়কার বিজেপির। তারপর থেকেই বেশ অনেকটা পালা বদলেছে বঙ্গ রাজনীতিতেও।
310
দিল্লি দখলের পরে এবার পশ্চিমবঙ্গেও জায়গা করে নিতে পারে বিজেপি এমনই মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলেরা।
410
এই বাজেট বিধানসভার আগে তৃণমূল সরকারের শেষ রাজ্য বাজেট ছিল। কিন্তু এই বাজেটে খুব একটা মন জয় করতে পারেনি রাজ্য সরকার।
510
বাজেটে সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আরও কিছুটা বেশি ডিএ -র প্রত্যাশা করেছিলেন সরকারি কর্মীরা।
610
তবে রাজ্য বাজেটের থেকে কেন্দ্রীয় বাজেট নিয়ে বেশি খুশি রাজ্যের মানুষ। অন্যদিকে একেবারেই খুশি নন চাকরি প্রার্থীরা।
710
চাকরিপ্রার্থীদের জন্য কোনও রকম ঘোষণা করা হয়নি রাজ্য বাজেটে। তাই নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা। এ ছাড়া বাড়ানো হয়নি লক্ষ্মীর ভাণ্ডারও।
810
আর এই ইস্যুকেই হাতিয়ার করল বিজেপি। গোদিতে বসলেই চাকরি প্রার্থীদের কথা ভাববে বিজেপি বলেই জানিয়েছে এই রাজনৈতিক দল।
910
এ ছাড়াও রাজ্যে ক্ষমতায় এলে বাড়ানো হবে কর্মসংস্থানও। বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও।
1010
এ ছাড়াও এই বছরের কেন্দ্রীয় বাজেট শুনে বেশ অনেকটাই স্বস্তির নিশ্বাস নিয়েছে রাজ্যের মানুষ। তাই এবার বিধানসভায় ‘গো হারা হারতে পারে তৃণমূল’ বলেই দাবি করেছেন বিরোধী নেতারা।