RG Kar Kar খুন ও ধর্ষণ-কাণ্ডের তদন্ত কতদূর? সোমবারের মধ্যেই রিপোর্ট চাইল আদালত

Published : Feb 20, 2025, 03:56 PM IST

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক খুন ও হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই। 

PREV
110
আরজি কর হত্যাকণ্ড

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক খুন ও হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই।

210
আরজি কর কাণ্ডের মামলা

আরজি কর হত্যাকাণ্ডের মামলা চলছে শিয়ালদহ আদালত। কিন্তু খুন ও ধর্ষণকাণ্ডের তদন্ত কতদূর? মোমবারের মধ্যে তারই রিপোর্ট পেশ করল সিবিআই।

310
সোমবারের মধ্যে রিপোর্ট তলব

সোমবারের মধ্যে আরজি কর খুন ও ধর্ষণকাণ্ডের রিপোর্ট সিবিআইকে আদালতে জমা দিতে বলেছে শিয়ালদহ আদালত।

410
নির্যাতিতার পরিবারের আবেদন

আরজি কর হত্যাকণ্ডের তদন্ত কতদূর এগিয়েছে? তা জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার।

510
তাতেই নির্দেশ

তারই ভিত্তিতে শিয়ালদহ আদালত সিবিআইকে এই নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী অমর্ত্য দে।

610
নির্যাতিতার পরিবারের আইনজীবী জানিয়েছেন

নিয়ম মোতাবেক তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জানানোর কথা ছিল সিবিআইয়ের। কিন্তু তদন্তকারী সংস্থা এখনও তা জানাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তার পরেই আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় নির্যাতিতার পরিবার।

710
মূল চার্জশিট

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় মূল চার্জশিটে নাম রয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের। যাকে মূল অভিযুক্ত বলা হয়েছে।

810
সাপ্লিমেন্টারি চার্জশিট

সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম ছিল আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের। কিন্তু প্রমাণের অভাবে খালাস পেয়ে যায়।

910
নির্যাতিতার পরিবারের দাবি

নির্যাতিতার পরিবারের দাবি আরজি করের ঘটনায় একা সঞ্জয় রায় যুক্ত নয়। বাকিদেরও শাস্তির দাবিতে সরব তারা।

1010
সঞ্জয় রায়ের শাস্তি

শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সঞ্জয় আদালতের দ্বারস্থ হয়েছে। পাশাপাশি সঞ্জয়ের ফাঁসি চেয়েছে সিবিআই।

click me!

Recommended Stories