হোটেলে বান্ধবীর সঙ্গে রাত কাটিয়ে যুবকের এই পরিণতি! দরজা খুলে ওমন দৃশ্য দেখে ফেলেন সকলে

Published : Feb 26, 2025, 12:41 PM IST
pune crime

সংক্ষিপ্ত

হোটেল সূত্রে খবর, সন্ধ্যা নাগাদ হোটেল থেকে বান্ধবীকে বেরিয়ে যেতে দেখেন কর্মীরা। তাঁর কাছে জানতে চাওয়া হয় তাঁরা ঘর ছেড়ে দিচ্ছেন কি না। হোটেল কর্মীদের প্রশ্নের জবাবে যুবতী বলেন, ঘর এখনই ছাড়ছেন না।

বান্ধবীকে নিয়ে হোটেলে রাত কাটিয়েছিলেন, সকালে সকলে দেখেন যুবকের এই মর্মান্তিক পরিণতি। যুবকের মৃতদেহ উদ্ধার হল হোটেলের ঘর থেকে। এই ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরের মুড়াগাছা এলাকায়। ঘটনার পর থেকে পলাতক বান্ধবী। হোটেল থেকে ফোন পেতেই তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। যুবকের দেহট উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য । পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু জিনিস । তবে তদন্তের স্বার্থে ঘোলা থানার পুলিশ এ বিষয়ে মুখ খুলতে চাননি । রহস্য উৎঘাটন করতে পলাতক বান্ধবীর খোঁজ চলছে।

হোটেল সূত্রে জানা যাচ্ছে, সোদপুরের মুড়াগাছা এলাকার একটি হোটেলে বান্ধবীকে নিয়ে এসেছিলেন এক যুবক। ওই যুবকের নাম বাবলু মণ্ডল, তিনি বারাকপুরের বাসিন্দা বলেই জানা যায়। বিকেলের সময়ও তারা হোটেলের ঘরের ঘরে ছিলেন বলেই খবর। হোটেল সূত্রে খবর, সন্ধ্যা নাগাদ হোটেল থেকে বান্ধবীকে বেরিয়ে যেতে দেখেন কর্মীরা। তাঁর কাছে জানতে চাওয়া হয় তাঁরা ঘর ছেড়ে দিচ্ছেন কি না। হোটেল কর্মীদের প্রশ্নের জবাবে যুবতী বলেন, ঘর এখনই ছাড়ছেন না। বিশেষ প্রয়োজনে তিনি একটু বাইরে যাচ্ছেন, দ্রুত তিনি ফিরে আসবেন। বহু সময় কেটে গেলেও এরপর আর কাউকেই দেখা যায়নি বলেই জানা যায়।

এক হোটেল কর্মীর বক্তব্য অনুযায়ী জানা যায়, পরের দিন হোটেলে চেক আউটের সময় পেরিয়ে গেলেও ৩০৪ নং ঘর থেকে কেউ যোগাযোগ করেন নি। বিষয়টি খোঁজ নিতে রুমে যান হোটেলের কর্মীরা। হোটেল কর্মীরা জানিয়েছেন, দরজা খুলে ঢুকতেই তারা দেখেন বাবলু মণ্ডল নামে ওই যুবক উপুড় হয়ে পড়ে আছে, ফেনা বেরচ্ছে মুখ থেকে। এই দৃশ্য দেখেই তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ঘোলা থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে হোটেল থেকে বছর পঁয়ত্রিশের ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় পানিহাটি হাসপাতালে। চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। রহস্য উৎঘাটন করতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, বান্ধবীর সঙ্গে ঝামেলা নিয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে বান্ধবীর পালানো নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। বান্ধবীর নাগালে পেলে এই রহস্যের জট কেটে যাবে বলে আশাবাদী পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর
সোম-মঙ্গল ২ দিনের ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের