DA News: বাড়ল ডিএ! এপ্রিল থেকেই অ্যাকাউন্টে বাড়তি টাকা, কত শতাংশ মহার্ঘ ভাতা দিল মমতা বন্দ্যোপাধ্যায়?

Published : Jan 08, 2025, 08:51 AM IST

বাড়ল ডিএ! এপ্রিল থেকেই অ্যাকাউন্টে বাড়তি টাকা, কত শতাংশ মহার্ঘ ভাতা দিল মমতা বন্দ্যোপাধ্যায়?

PREV
18

ডিএ নিয়ে বহুদিন ধরেই অসন্তোষ দেখা দিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। কেন্দ্র বাড়ালেও টাকা বাড়াতে রাজি ছিল না রাজ্য সরকার।

28

গত বছর ডিসেম্বরে খুশির খবর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বছর সেই খবর পায়নি সরকারি কর্মীরা।

38

তবে এবার আসছে খুশির খবর। খুব শিঘ্রই বাড়বে সরকারি কর্মীদের বেতন। হুড়মুড়িয়ে ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মীদের।

48

বহুদিন ধরেই ডিএ নিয়ে আন্দোলন চলছিল। তবে প্রথমে ডিএ বাড়ানো হবে না বলেই স্পষ্ট করে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

58

এবার এল খুশির খবর। খুব তাড়াতাড়ি ৬ শতাংশ ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মীদের। খুব তাড়াতাড়ি সেই ঘোষণা হতে পারে।

68

সামনের মাসেই মোটা টাকা ঢুকতে পারে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

78

এপ্রিল মাসের আগের সু-খবর পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা। ৬ শতাংশ ডিএ পেতে পারেন এবার।

88

শেষ ৩ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছিল কর্মীদের জন্য এবার সেই সংখ্যা বেড়ে ৬ শতাংশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

click me!

Recommended Stories