কড় কড়ে ৬ শতাংশ DA ঘোষণা! ফেব্রুয়ারি মাসেই রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা

Published : Jan 07, 2025, 07:20 PM IST

ফেব্রুয়ারি মাসেই এই বর্ধিত ডিএ ঘোষণা হতে পারে। বাড়তি টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে এপ্রিল মাস থেকে বলে জানা গিয়েছে।

PREV
17

এবার বাড়বে মহার্ঘ্য ভাতা। DA বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্রের পরে দারুণ ঘোষণা রাজ্য সরকারের। 

27

কেন্দ্র ইতিমধ্যেই ৩ শতাংশ ডিএ ঘোষণা করে ফেলেছে। কেন্দ্রের দেখানো পথে হেঁটেছে বহু রাজ্য। তবে অসন্তোষ জন্মেছিল সরকারি কর্মীদের মনে। 

37

মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন যে এই মুহর্তে কোনও ভাতা বাড়ানো হবে না। তাই নিয়ে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন লক্ষ লক্ষ সরকারি কর্মীরা।

47

তবে এবার খুশির খবর দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। খুব তাড়াতাড়ি ৬ শতাংশ মহার্ঘ্য ভাতা ঘোষণা করতে চলেছে রাজ্য।

57

৬ শতাংশ ডিয়ে খুব তাড়াতাড়ি ঘোষণা করতে পারে রাজ্য সরকার এমনই জানা গিয়েছে। কেন্দ্রের সঙ্গে পাল্লা দিয়ে ডিএ বাড়াবে রাজ্য সরকার।

67

খবর পাওয়া মাত্রই খুশির ফোয়ারা উঠেছে সরকারি কর্মীদের মধ্যে। সব ঠিক মতো চললে এপ্রিল মাসের আগেই মিলবে মোটা টাকা বেতন।

77

ফেব্রুয়ারি মাসেই এই বর্ধিত ডিএ ঘোষণা হতে পারে। বাড়তি টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে এপ্রিল মাস থেকে বলে জানা গিয়েছে।

click me!

Recommended Stories