দিনের পর দিন মেয়ের উপর যৌন নির্যাতন চালাত বাবা! ঠাকুমাকে জানাতেই "ভয়" পেল নাবালিকা

Published : Aug 27, 2024, 10:30 AM IST
Crime

সংক্ষিপ্ত

দিনের পর দিন মেয়ের উপর যৌন নির্যাতন চালাত বাবা! ঠাকুমাকে জানাতেই "ভয়" পেল নাবালিকা

দিনের পর দিন ধর্ষণ করল বাবা। চাঞ্চল্যকর ঘটনা কোচবিহারের দিনহাটায়। দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণ করেছে তার বাবা বলে অভিযোগ। ইতিমধ্যেই নির্যাতিতার বাবা ও ঠাকুরমাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, নাবালিকার বয়ান থেকে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই যৌন নিগ্রহ করছেন তার বাবা। প্রথমে লজ্জায় কাউকে এই কথা জানাতে পারেনি নাবালিকা। কিন্তু পরে ঠাকুরমাকে বলতে গেলে তিনি নাবালিকাকে ভয় দেখান বলে জানা যায়।

এরপর অত্যাচার সহ্য করতে না পেরে পাশের বাড়ির একটি মহিলাকে জানান নাবালিকা। পরে ওই মহিলা পুলিশের কাছে গিয়ে সমস্ত বিষয়টি জানান। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে নাবালিকার বাবা ও ঠাকুমাকে।

দিনহাটা মহকুমার সরকারি আইনজীবী এ প্রসঙ্গে জানান, " ২৫ অগাস্ট দিনহাটা এলাকার এক মহিলা থানায় অভিযোগ দায়ের করে। বহুদিন ধরেই নাকি নাবালিকার সঙ্গে যৌন নির্যাতন চালাচ্ছিল বাবা। ঠাকুমা সব জানতে পেরে উলটে নাবালিকাকেই ভয় দেখায়। বর্তমানে বাবাকে ৫ দিন ও ঠাকুরমাকে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

                                   আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের
বাবরি মসজিদের জন্য কোটি কোটি টাকা হুমায়ুন কবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তলব করল SBI