“রাজ্যপালের মাথায় টাক….” ফের বিতর্কিত মন্তব্য করে বিপাকে অখিল গিরি

Published : May 12, 2024, 02:22 PM IST
akhil giri

সংক্ষিপ্ত

“রাজ্যপালের মাথায় টাক….” ফের বিতর্কিত মন্তব্য করে বিপাকে অখিল গিরি! কী বলেছেন এই নেতা শুনলে চমকে যাবেন

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। ফের বিতর্কিত মন্তব্য করে বিপাকে অখিল গিরি। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে অখিল গিরির বিতর্কিত মন্তব্য। এবার সরাসরি রাজ্যপালকে আক্রমণ করলেন তিনি। রাজ্যপালের বিরুদ্ধে যে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে তা সত্যি বলে গণ্য করেছেন তিনি। সন্দেশখালি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, আগে রাজ্যপালকে সামলান তারপর সন্দেশখালি নিয়ে কথা বলতে আসবেন।

বেশ কিছু দিন আগেই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ ওঠে। এই নিয়ে অখিল বলেন, "রাজ্যপালের মাথায় টাক রয়েছে তো, তাই গরম হয়ে গিয়েছে। ভুলভাল কাজ করছে । এসব নরেন্দ্র মোদি অমিত শাহ-রা দেখতে পাচ্ছেন না? রাজ্যপাল মহিলার অবমাননা করেছেন। আগে রাজ্যপালকে সামলান তারপর সন্দেশখালি নিয়ে বলবেন।" এই প্রথম নয় এর আগেও দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুমন্তব্য করেন অখিল।

দিন কয়েক আগে রাজ্যপালের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় শ্লীলতাহানীর অভিযোগ দায়ের করেন এক মহিলা। ওই মহিলা রাজভবনেই কর্মরত বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনের অফিসার ইনচার্জের কাছেও বিষয়টি নিয়ে অভিযোগ জানান ওই মহিলা।

ওই মহিলার অভিযোগ গত কয়েক দিন ধরেই নাকি রাজ্যপাল তাঁকে নানা ভুল ইঙ্গিত করছিলেন। চেম্বারে ডেকে পাঠিয়ে তাঁর সঙ্গে অশালীন আচরণও কনাকি করেন তিনি। তাঁকে নাকি আপত্তিকরভাবে স্পর্শও করেছেন রাজ্যপাল এমনই অভিযোগ তুলেছেন তিনি।

শুধু তাই নয়, তাঁকে 'বিউটিফুল' বলেও নাকি সম্মোধন করেন রাজ্যপাল। তবে এখনও এই ঘটনার কোনও সত্য-মিথ্যা যাচাই করা যায়নি। মেয়েটির পরিবারের সঙ্গে এখনও পর্যন্ত যোগাযোগও করা যায়নি। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

 

PREV
click me!

Recommended Stories

বাবরি মসজিদের জন্য কোটি কোটি টাকা হুমায়ুন কবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তলব করল SBI
LIVE NEWS UPDATE: 'আপনার টাকা আপনার অধিকার' কর্মসূচির সঙ্গে যুক্ত হলেন প্রধানমন্ত্রী মোদী, জানুন কী এই কর্মসূচি