রাজ্যে সিপিএমের জন্যই তৃণমূল এত ভাল ফল করেছে! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন শুভেন্দু অধিকারী

Published : Jun 21, 2024, 09:35 AM IST
Mamata Suvendu

সংক্ষিপ্ত

এবার সিপিআইএমকে দুষলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিপিএম নেতৃত্বের প্রতি রীতিমতো নিজের ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

বাংলায় কার্যত ধস নেমেছে বিজেপি শিবিরে। শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষ সেই বিজেপি তথা এনডিএ শিবিরের ফলাফল বেশ খারাপ। আর এমন খারাপ ফলাফল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে চুলচেরা বিশ্লেষণ। এবার বিস্ফোরক তথ্য ফাঁস করলেন শুভেন্দু অধিকারী। অর্ধেকের বেশি আসনে পদ্ম ফোটানোর ডাক শোনা গেলেও রেজাল্ট বেরনোর পর দেখা যায় মাত্র ১২টি আসনেই জিতেছে গেরুয়া শিবির। কিন্তু কেন এই পরিস্থিতি!

এমন দুরবস্থার জন্য এবার সিপিআইএমকে দুষলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিপিএম নেতৃত্বের প্রতি রীতিমতো নিজের ক্ষোভ প্রকাশ করলেন তিনি। বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ দিবস পালন কর্মসূচির আয়োজন করা হয়েছিল রেড রোডে। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন বলেন, “সিপিএমের যে এজেন্ডা ছিল, সেই এজেন্ডা অনুযায়ী তারা সফল হয়েছে। তারা হিন্দু ভোট কাটার জন্য দাঁড়িয়েছিল। ওখানে সুজন, এখানে সায়ন, সব্যসাচীরা সবাই দাঁড়িয়ে পড়েছিল।”

সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লোকসভা নির্বাচনে বামেদের ভোট ঘাস ফুলে গিয়েছে বলে ইঙ্গিত করেন তিনি। এবারে লোকসভা নির্বাচনে প্রায় ১২ টি আসনে সিপিআইএম প্রার্থীরা ভোট কেটে ঘাসফুল শিবিরকে জয়লাভ করতে সহায়তা করেছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে অধিক একই কায়দায় পঞ্চাশটির বেশি আসনে তৃণমূল বিজেপি কে হারিয়ে জিতে গিয়েছিল। এর নেপথের বামেদের হাত আছে বলে ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু। এক্ষেত্রে যাদবপুর, হাওড়া, দমদম, তমলুক বিধানসভার কথা উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। তবে এবারে লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জয়ী পান।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?