CPIM: ভোটবাক্সে সিপিএম শূন্য- সেলিমের ওপর আসা চাপ সামলাতে ব্যাট ধরছেন সূর্য

মহম্মদ সেলিমের প্রার্থী বিরোধিতা বর্ধমানের প্রাক্তন জেলা সম্পাদক অমল হালদাল সেলিমের প্রার্থী হওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন। তবে সেলিমের পাশে দাঁড়িয়েছেন আরেক পরাজিত প্রার্থী নদিয়ার প্রাক্তন সাংসদ অলকেশ দাস।

 

Saborni Mitra | Published : Jun 20, 2024 3:22 PM IST / Updated: Jun 20 2024, 08:57 PM IST

লোকসভা নির্বাচনে এবারও খাতা খুলতে পারেনি সিপিআই(এম)। পাল্টা ভোট কমেছে। অনেক জায়গায় আইএসফ-এর থেকেও কম ভোট পেয়েছে। এই অবস্থায় দলের ব্যর্থতার দায় চাপতে শুরু করেছে সিপিএম রাজ্য সম্পাদকের ওপর। লোকসভা ভোটের প্রথম থেকেই দলের একাংশের নিশানায় সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এবার ফলাফল প্রকাশের পর সরসারি আক্রমণের মুখে পড়েছেন তিনি। তেমনই খবর সিপিএম সূত্রে। ৩১ নম্বর আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম-এর রাজ্য কমিটির বৈঠক বসেছিলেন। বুধবার ও বৃহস্পতিবার দুই দিনের বৈঠকে দলের হার আর খারাপ ফল নিয়ে কাটাছেঁড়া শুরু হয়। সেখানেই দলের একাংশের নিশানায় পড়েন বর্তমান রাজ্য সম্পাদক। যদিও বৈঠকে ত্রাতার ভূমিকায় এগিয়ে আসেন দলেরই প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

সূত্রে খবর, মহম্মদ সেলিমের প্রার্থী বিরোধিতা বর্ধমানের প্রাক্তন জেলা সম্পাদক অমল হালদাল সেলিমের প্রার্থী হওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন। তবে সেলিমের পাশে দাঁড়িয়েছেন আরেক পরাজিত প্রার্থী নদিয়ার প্রাক্তন সাংসদ অলকেশ দাস। এবার তিনি রানাঘাট থেকে প্রার্থী হয়েছিলেন। তাঁর দাবি প্রার্থী হয়েও সেলিম ভোটের প্রচারে একটি নতুন মাত্রা এনেছিলেন। তিনি আরও বলেছেন, বামেদের মধ্যে একমাত্র সেলিমই দ্বিতীয় স্থান অর্জন করতে পারেছেন। আর কেউই এতদূর এগিয়ে যেতে পারেননি। সিপিএম সূত্রের খবর পলিট ব্যুরোর সদস্য হিসেবে বলতে উঠে সেলিমের পক্ষেই ব্য়াট ধরেন প্রাক্তন রাজ্য সম্পাদক। তিনি বলেন, সেলিম পলিট ব্যুরোর সদস্য। তাই তাঁর প্রার্থী হওয়ার সিদ্ধান্তও নিয়েছে পলিট ব্যুরো। সেলিমের আগে রাজ্য সম্পাদক হিসেবে ভোটে লড়ার নজির একমাত্র সূর্যকান্ত মিশ্রের রয়েছে। সূত্রের খবর, ২০১৬ সালে তিনি ভোটে লড়তে রাজি হননি।

Latest Videos

অন্যদিকে সেলিম সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সিপিএমের বর্ধিত রাজ্য কমিটির অধিবেশন ২৩-২৫ অগাস্ট নদিয়ার কল্যাণীতে হচ্ছে। চলতি বছর অক্টবর মাস থেকেই সারা দেশে সিপিএমএর সাংগঠনিক সম্মেলন শুরু হবে। আগামী বছর এপ্রিলে পার্টি কংগ্রেস রয়েছে।

 

Share this article
click me!

Latest Videos

জলের তোড়ে চোখের সামনে তলিয়ে গেল বাইক, অল্পের জন্য রক্ষা পেলেন দুই বাইক আরোহী | Viral Video | Flood
কি অবস্থা দেখুন! নদিয়ায় সরকারি হাসপাতাল চত্বরে ঢুকুঢুকু'র আসর! যা হল দেখুন | Nadia Hospital News |
বিয়ে পাগলা বর! ২ বউ থাকতে তৃতীয় বিয়ে! ফুলশয্যার রাতে ধরা পড়ল বৌ সমেত বর | Maynaguri News Today
ভাসছে ঘাটাল, ভাঙছে একের পর এক বাড়ি, প্রশাসনের দিকে অভিযোগের আঙুল | Ghatal News Today
'নারী নিরাপত্তা কোথায়!' মালদায় সাতসকালে হাড়হিম করা ঘটনা, দর্শকের ভূমিকায় গোটা গ্রাম | Malda News