বর্তমানে সুপ্রিম কোর্টে মডিফিকেশন পিটিশন করেছে রাজ্য সরকার। কিন্তু সেটির শুনানি জুলাই মাসের আগে সম্ভব নয়।
514
এর ফলে অনেকেই মনে করছে সুপ্রিম কোর্টের নির্দেশ মত চলতি মাসেই বকেয়া ডিএ হাতে পেতে পারেন সরকারি কর্মীরা।
614
প্রত্যেক সরকারি কর্মী, যারা বকেয়া ডিএ পাওয়ার যোগ্য তাদের WBIFMS পোর্টালে গিয়ে লগইন করতে হবে। স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নবান্নের। তেমনই বলছে একটি সরকারি সূত্র।
714
এর জন্য মহার্ঘ ভাতা পাওয়ার যোগ্য এমন সরকারি কর্মীদের West Bengal Integrated Financial Management System (WBIFMS) এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
814
e-Services for Employees অপশনে ক্লিক করতে হবে। তারপর সংশ্লিষ্ট সরকারি কর্মীকে এমপ্লয়ি আইডি ও পাসওয়ার্ড দিতে হবে।
914
লগইন করার একটি ড্যাশবোর্ড আসবে। যেমন ROPA 2009 Option বা HRA Declaration এর মতো বিভিন্ন মডিউল দেখা যায়, ঠিক তেমনই একটি নতুন অপশন, যেমন – DA Arrear Claim Form বা Apply for Arrear DA যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন অরশানটিতে যেতে হবে।
1014
এরপর একটি অনলাইন ফর্ম খুলবে। যেহেতু WBIFMS পোর্টালে সরকারি কর্মীদের সমস্ত ব্যক্তিগত এবং চাকরি সংক্রান্ত তথ্য (Service Information) আগে থেকেই ডাটাবেসে সঞ্চিত আছে, তাই বেশিরভাগ তথ্যই স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা থাকবে (Auto-populated)।
1114
এখানে আপনার নাম, এমপ্লয়ি আইডি, পদ, এবং কর্মরত দপ্তরের নাম ইত্যাদি সঠিকভাবে দেখে নিতে হবে। বকেয়া ডিএ-র সময়কাল নির্বাচন করার অপশান থাকতে পারে। সেই সময়ের বেসিক পে ও প্রমোশন ইত্যাদি তথ্য যাচাই করতে হতে পারে বা আপনাকে দিতে হতে পারে।
1214
এরপর ফর্ম সাবমিট করতে হবে। সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন নম্বর বা রেফারেন্স নম্বর সহ একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ (Acknowledgement Slip) তৈরি হবে। সেটি অবশ্যই নিজের কাছে রাখুন। সেটি ডিএ-র ক্ষেত্রে কাজে লাগবে।
1314
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ১৬ জুনের মধ্যে ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে হবে নবান্নকে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করতে হবে। জুন মাসের মধ্যেই বকেয়া ২৫ শতাংশ ডিএ দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
1414
তবে সরাসরি নবান্ন এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠিকভাবে কিছুই জানায়নি। সূত্র মারফত এই তথ্য পাওয়া গিয়েছে।