দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ ওড়িশা পর্যন্ত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
210
ঝড়বৃষ্টির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকলেও রবিবার ঝড়ের গতিবেগ বাড়বে ৫০ কিলোমিটার পর্যন্ত। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলী, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
310
ভারী বৃষ্টির সম্ভাবনা
সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বেশি। এছাড়াও ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। বৃহস্পতি ও শুক্রবারেও বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকাঝোড়ো হওয়া থাকবে বলে খবর।
দক্ষিণবঙ্গে সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।
510
সক্রিয় মৌসুমী অক্ষরেখা
আগামী দু'দিনে ওড়িশা ও ছত্তিশগড়ের কিছু অংশে মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হবে। আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, গুজরাটের আরও কিছু অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার করবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।
610
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার দার্জিলিং ও কালিম্পং এ প্রবল বর্ষণের আশঙ্কা। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে।
710
ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে
সোম মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বুধবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতি ও শুক্রবারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে, ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর।
810
উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া
উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কিছু পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের কারণে নদীর জলস্তর বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
910
বাড়বে নদীর জলস্তর
তিস্তা, তোর্সা, জলঢাকা সহ অন্যান্য নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা। ক্ষতি হতে পারে শষ্যের। দৃশ্যমানতা কমতে পারে তাই সড়কপথে যান চলাচলের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে পর্যটকদের।
1010
প্রবল বৃষ্টির আশঙ্কা
প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং ও কালিম্পং জেলাতে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতেই হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।