হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, , কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় শুক্রবার প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিতে ভাসবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে।