- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Rabindranath Tagore: বিশ্বকবি হিসেবেই তিনি খ্যাত, জানেন রবীন্দ্রনাথ ঠাকুরকে 'কবিগুরু' উপাধি কে দিয়েছিলেন?
Rabindranath Tagore: বিশ্বকবি হিসেবেই তিনি খ্যাত, জানেন রবীন্দ্রনাথ ঠাকুরকে 'কবিগুরু' উপাধি কে দিয়েছিলেন?
Rabindranath Tagore: রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতার ঠাকুর পরিবারে এই ছেলের কথা উঠলেই মনে পড়ে যায় তাঁর জগৎজোড়া খ্যাতির কথা। নিজগুণে কবিতা-নাটক, গদ্য, উপন্যাস রচনায় সমান পারদর্শী ছিলেন তিনি। দেখুন ফটো গ্যালারিতে…

সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর
শুধু সাহিত্যিক নয়, একধারে কবি, গীতিকার, ঔপন্যাসিক, ছোটগল্প লেখক, সুরকারও। এহেন প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল বহুগুণ। তাঁর লেখা আজও গোটা বিশ্বে সমান ভাবে সমাদৃত।
রবীন্দ্রনাথ ঠাকুরকে 'গুরুদেব' উপাধি কে দিয়েছিলেন?
কিন্ত জানেন কী? রবীন্দ্রনাথ ঠাকুরকে কে 'কবিগুরু' উপাধি দিয়েছিলেন? মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে 'গুরুদেব' উপাধি দিয়েছিলেন। তাঁর অসামান্য প্রতিভাগুণে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি এই উপাধি দিয়েছিলেন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
তবে জানেন কী রবীন্দ্রনাথ ঠাকুরকে 'বিশ্বকবি' উপাধি দেন কে? ব্রহ্মবান্ধব উপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ উপাধি দিয়েছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুরকে 'কবিগুরু' উপাধি কে দিয়েছিলেন?
জানেন কী রবীন্দ্রনাথ ঠাকুরকে 'কবিগুরু' উপাধি কে দিয়েছিলেন? তিনি হলেন, ক্ষিতিমোহন সেন। যিনি ছিলেন একজন বাঙালি গবেষক, শিক্ষক এবং সংগ্রাহক। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া উপাধি
শুধু তাই নয়, রবি ঠাকুর আবার সত্যেন্দ্রনাথ দত্তকে 'ছন্দের জাদুকর' উপাধি দিয়েছিলেন। বাঙালি কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার ছন্দের প্রতি আকৃষ্ট হয়ে তিনি তাঁকে এই উপাধিতে ভূষিত করেছিলেন।

