স্টেশনের ঢোকার সামান্য দূরেই ইঞ্জিন থেকে ছিটকে পড়ে বেশ কয়েকটি বগি। গাড়িটি অসম থেকে আসছিল নিউজলপাইগুড়িতে।
বাংলায় আরও একবার রেল দুর্ঘটনা। একই দৃশ্য আবারও সেই উত্তরবঙ্গে। ময়নাগুড়ি রেলস্টেশনের কাছে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। স্টেশনের ঢোকার সামান্য দূরেই ইঞ্জিন থেকে ছিটকে পড়ে বেশ কয়েকটি বগি। গাড়িটি অসম থেকে আসছিল নিউজলপাইগুড়িতে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল বিভাগ। ঘটনায় রেলের বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় আংশিকভাবে রেল চলাচলে প্রভাব পড়েছে। ট্রেন নির্ধারিত সময় থেকে দেরিতে চলছে।
বেশ কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে মধ্যপ্রদেশে রেললাইন থেকে উদ্ধার হয় বিস্ফোরক পদার্থ। এমনকী সেনার বিশেষ একটি ট্রেনের সামনেও প্ল্যান করে রাখা হয়েছিল গ্যাস সিলেন্ডার। সেনাকর্মীদের ওই ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে মনে করেছিল পুলিশ। কানপুরেও একই ঘটনা রেললাইনের উপর রাখা ছিল গ্যাস সিলেন্ডার, মালগাড়ির চালকের উপস্থিত বুদ্ধির জোরে বিপদ এড়ানো গিয়েছিল সেদিন। পরপর রেললাইনে এমন ঘটনায় চিন্তা বাড়ছে। রেলের পরিষেবা ব্যহত করার জন্য কেউ বা কারা এই কাজ করে চলেছে বারবার, তদন্তে পুলিশ।
গত ১৭ জুন উত্তরবঙ্গেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ সংঘর্ষ। আবারও একবার সেই উত্তরবঙ্গ। ক্রমাগত এই দুর্ঘটনার কারণে প্রশ্নের উঠছে রেলের নিরাপত্তা নিয়ে। রেলের পরিষেবা ব্যহত করার জন্য কেউ বা কারা এই কাজ করে চলেছে বারবার, তদন্তে পুলিশ।