প্রেম ভেঙে যেতে পারে অনুমান করে বন্ধুর নাক কামড়ে ছিঁড়ে নিল যুবক! নাকের অংশ খুঁজে হাসপাতালে নিল অন্য বন্ধুরা

Published : Feb 05, 2025, 06:33 PM IST
Ambulance

সংক্ষিপ্ত

অরবিন্দ পাল নামে এক যুবক নাকি প্রতিবেশী রাজা সাধুখার নিয়মিত মদ্যপানের অভ্যাসের কথা জানিয়েছে তার প্রেমিকার বাড়িতে। আর তাতেই মেজাজ চটে যায় ওই যুবক ।অভিযোগ,প্রেমে ভাঙচি দেওয়া হয়েছে অনুমান করে সে মদ্যপ অবস্থায় অরবিন্দের উপর ঝাঁপিয়ে পড়ে ।

 প্রেম ভেঙে দেওয়া হয়েছে অনুমান করে এক বন্ধুর নাক কামড়ে উপড়ে নিল পাড়ার এক মদ্যপ যুবক। মোবাইলের আলো জ্বেলে অন্ধকারে মাটিতে পড়ে থাকা নাকের অংশ খুঁজে নিয়ে রক্তাক্ত বন্ধুকে কাঁধে তুলে নিয়ে হাসপাতালে ছুটল অন্য বন্ধুরা ।

এই মর্মান্তিক ঘটনাটি নদীয়ার শান্তিপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বেরপাড়া মনসাতলায়। স্থানীয় সূত্রে খবর, রাত্রে সরস্বতী পুজোর বিসর্জন হয়ে যাওয়ার পর চলছিলো ক্লাব সদস্যদের খাওয়া-দাওয়ার আয়োজন। পেছনে অন্ধকারে কয়েকজন কি করছিল তা জানতে পারেনি অন্য সদস্যরা। এরই মধ্যে শুরু হয়ে যায় কথা কাটিকাটি। অভিযোগ, অরবিন্দ পাল নামে এক যুবক নাকি প্রতিবেশী রাজা সাধুখার নিয়মিত মদ্যপানের অভ্যাসের কথা জানিয়েছে তার প্রেমিকার বাড়িতে। আর তাতেই মেজাজ চটে যায় ওই যুবক । অভিযোগ, প্রেমে ভাঙচি দেওয়া হয়েছে অনুমান করে সে মদ্যপ অবস্থায় অরবিন্দের উপর ঝাঁপিয়ে পড়ে । দুহাতে মাথার চুল ধরে এক কামড়ে নাকটাকে কামড়ে ধরে। অন্যান্যরা ছুটে আসার আগেই মুখের মধ্যে থাকা নাকের অংশ মাটিতে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত রাজা। মাটিতে রক্তাক্ত অবস্থায় শুয়ে কাঁদতে থাকে অরবিন্দ, শব্দ শুনে ছুটে আসে অন্য বন্ধুরা। মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে খুঁজতে থাকে নাক, নাকের অংশ মিলতেই আহত যুবককে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। শান্তিপুর হাসপাতালে প্লাস্টিক সার্জারির কোনো ব্যবস্থা না থাকার কারণে, পরিবার থেকে ছেলেকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শান্তিপুর থেকে যাওয়ার সময় বিশেষ সংরক্ষণের মাধ্যমে নাকের কাটা অংশ সঙ্গে দিয়ে দেওয়া হয়।

পরিবারের সদস্যরা গোটা বিষয়টি পুলিশকে জানায় এবং শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত রাজাকে খুঁজে করে গ্রেপ্তার করে পুলিশ । অন্যদিকে অভিযুক্ত রাজার বিরুদ্ধে মারধর করার জন্য আরও একটি অভিযোগ জমা করে স্থানীয় এক চপ বিক্রেতা গদাই মালাকার ।এই বিষয়ে কাউন্সিলর সঞ্জয় কর জানিয়েছেন গতকাল রাতেই ওই যুবকের নাক অস্ত্রপচারের মাধ্যমে জোড়া লাগানো সম্ভব হয়েছে। বর্তমানে সে কিছুটা সুস্থ। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Adhir Chowdhury on Mamata: 'নামেই মমতা, একটুকুও মমতা নেই আছে শুধু ক্ষমতা', চরম কটাক্ষ অধীরের
'নামেই মমতা, একটুকুও মমতা নেই আছে শুধু ক্ষমতা', চরম কটাক্ষ অধীরের