অলৌকিক ঘটনা! পুকুরের মাঝখানে ভেসে উঠল কালী প্রতিমা, সকলে যে দৃশ্য দেখে ভুলতে পারছেন না

Published : Feb 05, 2025, 03:54 PM IST
Kali Tagore in s 24 pgs

সংক্ষিপ্ত

সন্ধ্যা ছয়টা নাগাদ গ্রামের এক মহিলা চিত্রা হালদারের নজরের আসে এক অদ্ভুত দৃশ্য। তিনি দেখতে পান, পুকুরের মাঝে একটি কালি প্রতিমা ভেসে উঠেছে। মায়ের গোটা শরীরই সাজানো। এই দৃশ্য দেখে তিনি সঙ্গে সঙ্গে গ্রামের মানুষদের কাছে খবর পৌঁছে দেন । 

পুকুরের মধ্যে ভেসে উঠল কালিপ্রতিমা। এই দৃশ্য দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না অনেকেই। খবর চাউর হতেই ছুটে এল দলে দলে মানুষ । পুকুরপাড় থেকে জয় ধ্বনি দেওয়া হল কালীমায়ের নামে। মুর্তি তুলে এনে পুজো করার সিদ্ধান্ত নিয়েছেন বাসিন্দারা।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকের ভেটকিপুর গ্রামে । এই গ্রামে পঞ্চনন্দ ঠাকুরের পুকুরে সকলেই স্নান করেন , পাশাপাশি মহিলারা বাসনপত্র মাজাঘষা করে থাকেন। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ছয়টা নাগাদ গ্রামের এক মহিলা চিত্রা হালদারের নজরের আসে এক অদ্ভুত দৃশ্য। তিনি দেখতে পান, পুকুরের মাঝে একটি কালি প্রতিমা ভেসে উঠেছে। মায়ের গোটা শরীরই সাজানো। এই দৃশ্য দেখে তিনি সঙ্গে সঙ্গে গ্রামের মানুষদের কাছে খবর পৌঁছে দেন । একথা শোনামাত্রই গ্রামের মানুষরা দৌড়ে এসে পুকুরের চারদিকে ঘিরে ফেলেন ওই দৃশ্য দেখার জন্য। যে প্রতিমাটি ভেসে ওঠে তাহল মা কালীর মুর্তি । হাতে ছিল কাতান,মাথায় ছিল কালো চুল, কানে দুল, এমনকি গলায় মালাও ছিল। ভেসে ওঠার কিছুক্ষণ পর সবকিছু পড়ে যায় তারপর কাঠামোটি ভাসতে ভাসতে চতুর্দিকে ঘুরতে থাকে বলে জানিয়েছেন গ্রামবাসী চিত্রা হালদার। বিষয়টি লৌকিক না অলৌকিক সে তর্কে জেতে রাজি নন স্থানীয়রা। উল্টে গ্রামের মানুষরা জানিয়েছেন, ওই প্রতিমাকে জল থেকে তুলে পুজো করবেন ।

স্থানীয় বাসিন্দা জানালেন, এ যেন অলৌকিক ঘটনার সাক্ষী থাকলাম। পুকুরের মাঝে সাক্ষাৎ মাকে ভেসে থাকতে দেখলাম । তিনি আরও বলেন, যেখানে প্রতিমাটি ভেসে উঠেছে সেখানে প্রায় তিন মানুষ সমান জল রয়েছে। আমার গ্রামবাসীরা ভাগ্যবান।

পঞ্চায়েত সমিতি সদস্য তন্ময় পুরকাইতও এই ঘটনা নিয়ে জানালেন, এটা অলৌকিক ঘটনা। এই পুকুরেরও মাহাত্ম্য রয়েছে । পাশে রয়েছে জাগ্রত মন্দির। তিনি বলেন, পুরোহিতের নির্দেশ মত পুজো করা হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বছর শেষে কোন ফান্ডে কত লাভ? দেখুন Mutual Fund-এর রিপোর্ট কার্ড। বিনিয়োগে বসতে লক্ষ্মী, পর্ব-৩৪
বাংলাদেশে দীপু দাসের হত্যা, প্রতিবাদে ইউনুসের কুশপুতুল দাহ দিল্লিতে | Dipu Chandra Das Protest Delhi