SIR-এ বেছে বেছে মুসলিমদেরই শুনানির জন্য নোটিশ কমিশনের? সংখ্যালঘু জেলাই টার্গেট বলে অভিযোগ

Published : Jan 15, 2026, 03:58 PM IST

বঙ্গে SIR, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন চলছে। বর্তমানে প্রথম পর্যায়ের কাজ শেষ। চলছে শুনানি বা হিয়ারিং। কিন্তু SIR নিয়ে প্রথম থেকেই বিতর্ক দানা বাঁধছে বঙ্গে। বর্তমান বিতর্ক বেছে বেছে সংখ্যালঘু এলাকাতেই নোটিশ যাচ্ছে শুনানির জন্য 

PREV
15
বঙ্গে SIR

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন চলছে। বর্তমানে প্রথম পর্যায়ের কাজ শেষ। চলছে শুনানি বা হিয়ারিং। কিন্তু SIR নিয়ে প্রথম থেকেই বিতর্ক দানা বাঁধছে বঙ্গে। ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস। পাল্টা বিরোধী দল বিজেপির অভিযোগ ছিল বহু মানুষকেই অবৈধভাবে ভোটার তালিকায় ঠাঁই করে দেওয়া হয়েছে।

25
নতুন বিতর্ক

সম্প্রতি SIR নিয়ে নতুন একটি বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি এক পক্ষ দাবি করেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলিতেই SIR-এর নোটিশ বেশি পাঠান হচ্ছে। ইংরেজি মাধ্যমের একটি পোর্টালে এই দাবি রীতিমত জোরালোভাবেই করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, অন্যান্য জেলাগুলির তুলনায় মুসলিম সংখ্যা গরিষ্ঠ জেলা বা মুসলিম অধ্যুষিত এলাকায় শুনানির জন্য ডেকে পাঠানোর হার প্রায় ৬২ শতাংশ।

35
মুর্শিদাবাদ গুরুত্বপূর্ণ

মুর্শিদাবাদে মুসলিম জনসংখ্যা প্রায় ৬৬ শতাংশ। সেখানে ৩০.২০ শতাংশ ভোটারকেই শুনানির জন্য ডাকা হয়েছে। অর্থাৎ জনসংখ্যার অর্ধেক ভোটারকেই শানানির জন্য ডেকে পাঠান হয়েছে।

45
বাকি জেলার অবস্থা

প্রই একই ছবি পার্শ্ববর্তী জেলা মালদা ও উত্তর দিনাজপুরে। মামলায় ৫১ .৩ শতাংশ মুসলিম। সেখানে শুনানির জন্য ডাকা হয়েছে ২৮.৪২ জনকে। আর উত্তর দিনাজপুরে ৪৯.৯ শতাংশ মুসলিম। সেখানে শুনানির জন্য ডাকা হয়েছে ২৯.৭৫ শতাংশকে।

55
নির্বাচন কমিশনের বর্তব্য

এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও বক্তব্য রাখেনি নির্বাচন কমিশন। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তার মতে এজাতীয় কোনও পদক্ষেপ করেনি নির্বাচন। বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা নির্বাচন কমিশনের উদ্দেশ্য নয় বলেও জানিয়েছেন তিনি।

Read more Photos on
click me!

Recommended Stories