সব কিছু ঠিক থাকলে ১৯-এ বিজেপির দায়িত্বে নিতিন নবীন, সভাপতি নিয়ে ক্ষোভ দলের অন্দরে?
সবকিছুঠিকঠাক থাকবে দলের কার্যকরী সভাপতি থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পেতে চলেছেন আগামী ১৯ জানুয়ারি। নিতিন নবীনই হতে পারেন বিজেপির সবথেকে কনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি।

সভাপতি নির্বাচন হচ্ছে না!
নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমেই সভাপতি নির্বাচন করা হয়। এটাই ছিল নিময়। কিন্তু এটা নরেন্দ্র মোদী - অমিত শাহের জমানা। আগেরবারের মত এবারও সভাপতি নির্বাচন হবে না বিজেপিতে। এমনটাই খবর গেরুয়া শিবিরের। সবকিছুঠিকঠাক থাকবে দলের কার্যকরী সভাপতি থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পেতে চলেছেন আগামী ১৯ জানুয়ারি।
নিতিন নবীন
একমত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে চলেছেন বর্তমান বিজেপির কার্যকরী সভাপতি নিতিন নবীন। আগামী ১৯ জানুয়ারি তিনি মনোনয়ন জমা দেবেন। সবকিছু ঠাকঠাক থাকলে সেদিনই তাঁর নাম ঘোষণা করা হবে। তাই আনুষ্ঠানিকভাবে তিনি দলের দায়িত্বভার গ্রহণ করবেন।
সুষ্ঠু নির্বাচনের আশা বিজেপিতে
চলতি বছরই তিন রাজ্যে বিধানসভা নির্বাচন। আগামী বছর উত্তরপ্রদেশ গুজরাটের মত বড় আর গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই বিজেপির সভাপতি নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়- তার দিকেই নজর গেরুয়া শিবিরের প্রথম সারির নেতাদের। কিন্তু বিজেপির একটি সূত্রের খবর নিতিন নবীনের এই একতরফা নির্বাচন নিয়ে দলের অন্দরেই ধুকধুকিয়ে জ্বলছে ক্ষোভের আগুন। সেই আগুন যাতে কোনও মতেই প্রকাশ্যে না আসে তারই ব্যবস্থা করতে মরিয়া দলের প্রথম সারির নেতারা।
তিন সেট মনোনয়ন
বিজেপি সূত্রের খবর আগামী ১৯ জানুয়ারি নিতিন নবীনকে সভাপতি পদের জন্য তিন সেট মনোনয়ন জমা দিতে হবে। একটি সেট স্বাক্ষর করবেন ২০টিরও বেশি রাজ্য সভাপতি। দ্বিতীয় সেট স্বাক্ষর করবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর মত বিজেপির প্রথম সারির গুরুত্বপূর্ণ নেতারা। আর তৃতীয় সেটে নিতিন নবীনের নাম প্রস্তাব করবেন বিজেপির জাতীয় পরিষদের সদস্যরা।
১৯-এর ঘোষণা
বিজেপি সূত্রের খবর ১৯ জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতির পদের জন্য মনোনয়ন জমা দেওয়া হবে। যদি একটি মনোনয়ন জমা পড়ে তাহলে সেই দিনই আনুষ্ঠানিকভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। যদি তাই হয় তাহলে নিতিন নবীনই হবেন বিজেপির সবথেকে কনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি।
ক্ষোভ বাড়ছে
বিজেপি সূত্রের খবর নিতিন নবীবেন মত অল্পবয়সী নেতাকে সর্বভারতী সভাপতি করার সিদ্ধান্তে দলের শীর্ষ নেতৃত্বের ওপর কিছুটা হলেও ক্ষুব্ধ দলের দ্বিতীয় সারির নেতারা। ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, নির্মলা সীতারমণ, অশ্বিনী বৈষ্ণব- এরা ইতিমধ্যেই গুরুত্বহীন হওয়ার আশঙ্কায় ভুগছেন বলেও বিজেপি সূত্রের খবর। তাই গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের কাছে এদের ক্ষোভ কমানো- একটা বড় চ্যালেঞ্জ।

