ভ্যাপসা গরম ও করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে স্কুল খোলা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। যদিও গরমের ছুটি বাড়েনি, করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে ছুটি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মাঝে বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছিল যে গরমের ছুটি আরও বাড়বে।
511
রাজ্যে ৯ মে থেকে শুরু হয়েছিল গরমের ছুটি, ছিল ৩১ মে পর্যন্ত। ২ জুন খুলছে বাংলার সকল সরকারি ও বেসরকারি স্কুল।
611
অনেকে মনে করেছিলেন ৭ দিন আরও বাড়বে গরমের ছুটি। আরেকাংশের দাবি ছুটি ১৫ জুন পর্যন্ত বহাল থাকবে। ১৭ জুন থেকে খুলবে রাজ্যের স্কুলগুলো।
711
সকলের মনে আশা থাকলেও গরমের ছুটি বৃদ্ধির কথা ঘোষণা করেনি মমতা সরকার। ফলে ২ জুন থেকেই শুরু হয়েছে স্কুলের পঠনপাঠন।
811
এদিকে নিম্নচাপের পর ফের বেড়ে চলেছে গরম। গত ২ দিন ধরে তাপমাত্রা উর্ধ্বগামী। তবে, গরমের কথা মাথায় রেখে আপাতত ছুটি বৃদ্ধির কথা ঘোষণা করেনি সরকার।
911
এদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যে ৮২ জন করোনা আক্রান্তে হদিশ মিলেছে। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ২৮৭ জন।
1011
কিন্তু এখনও করোনা বৃদ্ধির কারণে স্কুলে ছুটি বৃদ্ধির কোনও নোটিশ এখনও আসেনি। এইভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে ছুটি বৃদ্ধির নোটিশ আসতে পারে বলে মনে করছে সকলে।
1111
এর আগেও স্কুল খোলার পর ফের গরমের ছুটি বাড়াতে দেখা গিয়েছে। ফলে একইভাবে গরম না হোক করোনার কারণে ফের ছুটি বাড়তে পারে বলে আশা অনেকেরই।