Summer Vacation: গরমে স্কুলের ছুটি নিয়ে এখনও ধোঁয়াশা! গরম ছাড়াও বাড়ছে করোনা আতঙ্কও, উদ্বেগে অভিভাবকরা

Published : Jun 03, 2025, 01:13 AM IST

ভ্যাপসা গরম ও করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে স্কুল খোলা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। যদিও গরমের ছুটি বাড়েনি, করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে ছুটি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

PREV
111

ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সকলের। এই গরমে বাচ্চারা কীভাবে স্কুল করবে তা নিয়ে চিন্তায় অভিভাবকেরা।

211

অন্যদিকে, দেশে ৩৯৬১ আক্রান্তের সঙ্গে রাজ্যেও বাড়ছে করোনা। একের পর এক করোনা আক্রান্তে খবর আসছে সামনে।

411

মাঝে বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছিল যে গরমের ছুটি আরও বাড়বে।

511

রাজ্যে ৯ মে থেকে শুরু হয়েছিল গরমের ছুটি, ছিল ৩১ মে পর্যন্ত। ২ জুন খুলছে বাংলার সকল সরকারি ও বেসরকারি স্কুল।

611

অনেকে মনে করেছিলেন ৭ দিন আরও বাড়বে গরমের ছুটি। আরেকাংশের দাবি ছুটি ১৫ জুন পর্যন্ত বহাল থাকবে। ১৭ জুন থেকে খুলবে রাজ্যের স্কুলগুলো।

711

সকলের মনে আশা থাকলেও গরমের ছুটি বৃদ্ধির কথা ঘোষণা করেনি মমতা সরকার। ফলে ২ জুন থেকেই শুরু হয়েছে স্কুলের পঠনপাঠন।

811

এদিকে নিম্নচাপের পর ফের বেড়ে চলেছে গরম। গত ২ দিন ধরে তাপমাত্রা উর্ধ্বগামী। তবে, গরমের কথা মাথায় রেখে আপাতত ছুটি বৃদ্ধির কথা ঘোষণা করেনি সরকার।

911

এদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যে ৮২ জন করোনা আক্রান্তে হদিশ মিলেছে। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ২৮৭ জন।

1011

কিন্তু এখনও করোনা বৃদ্ধির কারণে স্কুলে ছুটি বৃদ্ধির কোনও নোটিশ এখনও আসেনি। এইভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে ছুটি বৃদ্ধির নোটিশ আসতে পারে বলে মনে করছে সকলে।

1111

এর আগেও স্কুল খোলার পর ফের গরমের ছুটি বাড়াতে দেখা গিয়েছে। ফলে একইভাবে গরম না হোক করোনার কারণে ফের ছুটি বাড়তে পারে বলে আশা অনেকেরই।

Read more Photos on
click me!

Recommended Stories