'মুর্শিদাবাদে চক্রান্ত করে অশান্তি হয়েছে! সব তথ্য ফাঁস করে দেবেন' ঘোষণা মমতার

Published : May 05, 2025, 05:25 PM IST

সোমবার দুপুরে দু’দিনের মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরেই বহরমপুরে পৌঁছোন তিনি। তিনি বলেন 'মুর্শিদাবাদে চক্রান্ত করে অশান্তি হয়েছে! সব তথ্য ফাঁস করে দেবেন'। আর কী বললেন মুখ্যমন্ত্রী

PREV
113

সোমবার দুপুরে দু’দিনের মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেখান থেকে ধুলিয়ান, সামসেরগঞ্জ, সুতির মতো উপদ্রুত এলাকায় তাঁর যাওয়ার কথা।

213

মুর্শিদাবাদে দাঁড়িয়ে তিনি বলেন মুর্শিদাবাদে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে কী ভাবে অশান্তি হল? কেন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেল? কারা এর নেপথ্যে? সমস্তটাই যাচাই করে দেখছেন তিনি।

313

মমতা বলেন, ‘‘মুর্শিদাবাদ একটা সময়ে বাংলার রাজধানী ছিল। এখানকার দুটো ওয়ার্ডে গোলমাল হয়েছে। দু’-তিন জন লোক এই গোলমাল পাকাচ্ছে। কারা করিয়েছে, কী ভাবে করিয়েছে, আমি ক্রসচেক করছি। কিছু সংবাদমাধ্যমের ভূমিকাতেও বিভাজন তৈরি হচ্ছে। কিছুটা বাকি আছে। পুরো তথ্য পেয়ে গেলে আমি তা প্রকাশ করব।’’

413

মুর্শিদাবাদের স্থানীয় সংগঠনের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘‘এখানে অন্য সংগঠন আছে। তার নেতা আছেন। তিনি উস্কানি দেন। অশান্তির সময়ে ৪৮ ঘণ্টা তিনি আলো নিবিয়ে রেখেছিলেন। এটা করা যায় না। কী লুকোতে চেয়েছিলেন?’’

513

সাম্প্রদায়িক অশান্তি না করে দেশের নিরাপত্তার দিকে নজর দিক বিজেপি এবং কেন্দ্রীয় সরকার, চান মমতা। তাঁর কথায়, ‘‘আপনারা সীমান্তের বিষয়টা দেখুন। দেশকে বাঁচান। যাঁরা প্রাণ হারিয়েছেন, সেই পরিবারগুলোকে বিচার দিন। এটা নিয়ে রাজনীতি করবেন না। আমি তা সহ্য করব না। সাম্প্রদায়িক অশান্তি নিয়ে ঝামেলা না-করে সীমান্তে নজর দিন। আরও দায়িত্বশীল হোন। চেয়ারে থাকলে মানুষে মানুষে বিভাজন করা যায় না।’’

613

মুর্শিদাবাদের অশান্তিতে তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশন।

713

মমতা তাদের কটাক্ষ করে বলেন, ‘‘ঘটনা যে দিন হল, তার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এল! কই মণিপুরে তো যায়নি! উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, বিহারে তো যায়নি! এখানে হঠাৎ কী হল? পরিকল্পনা করে এটা করা হয়েছে। একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়ের উপর ঝাঁপিয়েছে। উস্কানি দেওয়া হয়েছে। বাংলা এটা সহ্য করবে না।’’

813

মমতা আরও বলেন, ‘‘আমি যখন রাজনীতি করি বা কোনও চেয়ারে থাকি, আমার কাছে সব ধর্ম সমান, সকলে সমান। আমি চাই না, বাংলায় কোনও সম্প্রদায় আক্রান্ত হোক। মুর্শিদাবাদে তো চক্রান্ত করে অশান্তি হয়েছে।’’

913

মুর্শিদাবাদের অশান্তিতে নিহত হয়েছেন ধুলিয়ানের হরগোবিন্দ দাস এবং তাঁর পুত্র চন্দন দাস। ঘটনার পরেই বিজেপির প্রতিনিধিদল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওই পরিবারের সঙ্গে দেখা করে।

1013

তাদের হাতে ২০ লক্ষ টাকা তুলে দেওয়া হয়। রাজ্য সরকারও নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছিল।

1113

মুখ্যমন্ত্রী আগে মুর্শিদাবাদে যাননি। তিনি জানিয়েছিলেন, অশান্তির আবহে বাইরে থেকে সেখানে কারও যাওয়া উচিত নয়। পরে দিঘায় জগন্নাথধামের অনুষ্ঠান মিটিয়ে তিনি মুর্শিদাবাদে গিয়েছেন।

1213

তবে নিহতদের পরিবারের সদস্যেরা এখন মুর্শিদাবাদে নেই। তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলে কলকাতায় এসেছেন।

1313

মমতা বলেন, ‘‘আমি ১০ লাখ করে দুটো পরিবারের হাতে তুলে দিয়ে আসতাম। আপনারা তাদের লুকিয়ে নিয়ে গেলেন কেন? এখন তাদের দিয়ে আমাকে গালাগাল দেওয়াচ্ছেন। আপনারা অশান্তি করবেন আর গালাগাল আমি শুনব? কেন বিএসএফ সে দিন গুলি চালাল? আমি মনে করি, গুলি না-চালালে পরের দিন ওই ঘটনা ঘটত না।’’

Read more Photos on
click me!

Recommended Stories