আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী সাত দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ— সর্বত্রই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জোরালো।