WB Weather Update: থমকে নিম্নচাপে বৃষ্টিতে বিরাম বঙ্গে, আগামী সপ্তাহ থেকে অতিভারী বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি

Published : Jun 21, 2025, 06:33 AM IST

WB Weather Forecast: সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে গত কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টিতে ভিজেছে বাংলা। শনিবার সকাল থেকেই আকাশের মুখ উজ্জ্বল। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? দেখুন ফটো গ্যালারিতে… 

PREV
110
শক্তি হারিয়েছে নিম্নচাপ

মৌসুমি বায়ুর হাত ধরে খাতায় কলমে বর্ষা ঢুকে গিয়েছে বঙ্গে। গত কয়েক দিন ধরেই সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে একেবারে ঝেঁপে বৃষ্টি হয়েছে বাংলার একাধিক জেলায়। যদিও শনি-রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। 

210
অন্য রাজ্যে ভারী বর্ষণের আশঙ্কা

হাওয়া অফিস সূত্রে খবর, শক্তি হারিয়েছে নিম্নচাপ। বাংলা থেকে ঝাড়খন্ড হয়ে বর্তমানে বিহারে অবস্থান করছে। এর প্রভাবে বিহার ঝাড়খন্ডে ভারী বর্ষণের আশঙ্কা। সিস্টেম বাংলা থেকে বহুদূরে, এর প্রভাব আর পড়বে না। তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় বাংলায়। এর প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

310
বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার ও রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

410
দক্ষিণবঙ্গে ভারীবৃষ্টির সতর্কতা

রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ বাড়বে বিভিন্ন জেলাতে। রবিবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

510
সোমেও ঝড় বৃষ্টির আশঙ্কা

বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সতর্কতা। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা।

610
ভারী বৃষ্টির আশঙ্কা

উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

710
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা উপরের দিকের জেলাগুলিতে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

810
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই চার জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।  শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।

910
ভারী বৃষ্টির পূর্বাভাস

সোমবার বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা

1010
সপ্তাহের শুরুতে বাড়বে বৃষ্টির পরিমাণ

হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ এখনই শক্তি হারালেও বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই। দু-দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। 

Read more Photos on
click me!

Recommended Stories