অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র গৃহীত, রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে মমতা বন্দ্যোাপাধ্য়ায়

Published : Dec 16, 2025, 04:57 PM IST
Arup Biswas resignation accepted Mamata Banerjee takes charge as Sports Minister

সংক্ষিপ্ত

যুবভারতীকাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে 'সাদা পাতায়' একটি চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস।  আপাতত ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব তিনি নিজের হাতেই রেখেছেন। 

যুবভারতীকাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে 'সাদা পাতায়' একটি চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস। মঙ্গলবার অরূপ বিশ্বাসের সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। আপাতত ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব তিনি নিজের হাতেই রেখেছেন। অর্থাৎ স্বাস্থ্য়, স্বরাষ্ট্রের সঙ্গে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়ামন্ত্রীও।

মমতা ক্রীড়ামন্ত্রী

অরূপ বিশ্বাস ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ দফতরের মন্ত্রী ছিলেন। কিন্তু যুবভারতীতে মেসি-কাণ্ডের পর নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহত চেয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে একটি চিঠি লেখেন। অরূপের চিঠি প্রকাশ্যে আসার পরই তৎপরতা বৃদ্ধি পায় নবান্নে। সূত্রের খবর মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে ডেকে পাঠানো হয়ে সংশ্লিষ্ট দফতরের কর্তাদের। নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও হয়। তারপরই ক্রীড়া দফতরের সূত্রে জানা যায় অরূপের ইস্তফা পত্র গ্রহণ করেছেন মমতা। আপাতত তিনি নিজের হাতেই ক্রীড়া দফতরের দায়িত্ব রাখছেন। অর্থাৎ তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী। 

একটা সময় কেন্দ্রের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবে দেখা যাবে। ক্রীড়াপ্রেমিদের আশা মেসি কাণ্ডের তদন্ত সঠিকভাবে হোক। এবার দেখার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে অভিযোগকারীরা সঠিক বিচার পায়কিনা।

ভাইরাল পদত্যাগপত্র

অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র কুণাল ঘোষ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। অরূপ বিশ্বাসের পদত্যাগ পত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটি কুণাল শোযার করার কিছুক্ষণের মধ্যেই ১.৭ হাজার মানুষ দেখেছেন। অনেকেই শেয়ার করেছেন। অনেকেই আবার মন্তব্য করেছেন। কেউ যুবভারতীয় ক্রীড়াঙ্গনের ঘটনায় দায় নিয়ে পদত্যাগ করার জন্য অরূপ বিশ্বাসকে স্বাগত জানিয়েছেন। যদিও অধিকাংশই সমালোচনায় সরব হয়েছে। অনেকেই অরূপ বিশ্বাসের হাতের লেখার সমালোচনা করেছেন। অনেকে অবার সাদা পাতায় পদত্যাগপত্র লেখার তুলোধনা করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতাকে। অনেকে অবার বলেছেন, রাজ্যের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই কারসাজি। কেউ আবার বলেছেন, অভিষেক আর আইপ্যাকের চাপে বাধ্য হয়েই অরূপ পদত্যাগ করেছেন। যদিও অরূপ বিশ্বাস এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেন 'সাদা পাতায় পদত্যাগ' পত্র অরূপ বিশ্বাসের? ভাইরাল চিঠি নিয়ে ৩টি প্রশ্ন নেটিজেনদের
West Bengal SIR News: বোলপুর–শ্রীনিকেতনে খসড়া ভোটার তালিকা প্রকাশ! কী বলছেন BLO-রা?