গোহারা হারতে পারেন তৃণমূলের এই তারকা প্রার্থীরা, সাংসদ হওয়ার স্বপ্ন থেকে যাবে অধরা

Published : Apr 15, 2024, 07:35 PM IST

১৯শে এপ্রিল থেকে শুরু হতে চলেছে লোকসভার মহারণ। নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হবে লোকসভার ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি জোর প্রচার চলছে পশ্চিমবঙ্গেও। কিন্তু সমীক্ষা বলছে তৃণমূলের এই তারকা প্রার্থীরা গোহারা হারতে চলেছে।

PREV
17

বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই জনমত সমীক্ষা পেশ করেছে। সম্প্রতি জনমত সমীক্ষা প্রকাশ করেছে এবিপি সি ভোটার। তাদের তরফ থেকে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের জনমত সমীক্ষা প্রকাশ করা হয়েছে। যে জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে কোন কোন তারকা প্রার্থীর সাংসদ হওয়ার স্বপ্ন পূরণ নাও হতে পারে।

27

যখনই কেন্দ্রের কোন বিরোধিতার প্রসঙ্গ আসে তখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে বিরোধীরা এগিয়ে যেতে চান। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের ফলাফল লোকসভায় কেমন হবে তা নিয়ে চরম কৌতূহল রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে। সমীক্ষা বলছে তৃণমূলের এই তারকা প্রার্থীরা গোহারা হারতে চলেছে।

37

যে সব তারকা প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে রয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, শতাব্দি রায়, দীপক অধিকারী ওরফে দেব, জুন মালিয়া, সায়নী ঘোষ, কীর্তি আজাদ। এছাড়াও চর্চিত প্রার্থী হিসেবে যারা রয়েছেন তারা হলেন দেবাংশু ভট্টাচার্য, সুজাতা মন্ডল, মহুয়া মৈত্র প্রমূখরা।

47

যে সব তারকা প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে রয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, শতাব্দি রায়, দীপক অধিকারী ওরফে দেব, জুন মালিয়া, সায়নী ঘোষ, কীর্তি আজাদ। এছাড়াও চর্চিত প্রার্থী হিসেবে যারা রয়েছেন তারা হলেন দেবাংশু ভট্টাচার্য, সুজাতা মন্ডল, মহুয়া মৈত্র প্রমূখরা।

57

কংগ্রেসের চর্চিত প্রার্থী হিসাবে তালিকায় যার নাম প্রথমেই রয়েছে তিনি হলেন অধীর রঞ্জন চৌধুরী। বামফ্রন্টের ক্ষেত্রে রয়েছেন মহঃ সেলিম ছাড়াও একগুচ্ছ তরতাজা মুখ।

67

এদিকে, এবিপি সি ভোটার যে জনমত সমীক্ষা প্রকাশ করেছে সেই জনমত সমীক্ষা অনুযায়ী সাংসদ হওয়ার স্বপ্ন অধরা থাকতে পারে তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ। অন্যদিকে হেরে যেতে পারেন দেবাংশু ভট্টাচার্য ও সুজাতা মন্ডল।

77

একইভাবে সাংসদ হওয়ার স্বপ্ন পূরণ নাও হতে পারে বিজেপির তারকা প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের। একইভাবে সাংসদ হওয়ার স্বপ্ন অধরা থাকতে পারে দেবাশীষ ধরের। অন্যদিকে বামফ্রন্টের কারো সাংসদ হওয়ার স্বপ্ন পূরণ নাও হতে পারে এবার লোকসভা নির্বাচনে।

click me!

Recommended Stories