'আমাদের স্বামীদের ডেকে নিয়ে বলত রাতে বউদের পাঠিয়ে দিবি'- ফের বিস্ফোরক বয়ান সন্দেশখালির মহিলাদের

এবারের লোকসভা ভোটে অন্যতম চর্চিত ইস্যু সন্দেশখালি। সেখানকার এক মহিলার কথায়, ‘আমাদের স্বামীদের বলা হত, বউ দিনের বেলা তোমার হতে পারে, কিন্তু রাতের বেলা শাহজাহান বাহিনীর।’

সন্দেশখালির মহিলা আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্রকে এবার বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে দাঁড় করিয়েছে বিজেপি। তার মুখেও একাধিকবার শোনা গিয়েছে নির্যাতন, অত্যাচারের অভিযোগ। আগে সন্দেশখালির বহু মহিলা এই অভিযোগ তুলে সরব হয়েছিলেন, লোকসভা ভোটের মুখে মঙ্গলকোটে বিজেপি মহিলা মোর্চার ‘নারীশক্তি সম্মেলন’ থেকে ফের সুর চড়ালেন সন্দেশখালির মহিলারা।

উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে অন্যতম চর্চিত ইস্যু সন্দেশখালি। সেখানকার এক মহিলার কথায়, ‘আমাদের স্বামীদের বলা হত, বউ দিনের বেলা তোমার হতে পারে, কিন্তু রাতের বেলা শাহজাহান বাহিনীর।’ অন্য এক মহিলা বলেন, ‘আমাদের স্বামীদের যখন-তখন ডেকে নিয়ে বলত তোদের বউদের পাঠিয়ে দিবি। ২০১৯ সালে আমাকে একবার ডেকে নিয়ে গিয়েছিল। কোনোভাবে ছুটে পালিয়ে এসেছি আমি।’

Latest Videos

বিস্ফোরক অভিযোগ তুলে মহিলারা বলেন, ওরা মেয়েদের কোনও সম্মান দেয়নি। মেয়েদের শেষ করে ফেলেছে। রাত সাড়ে দশটার সময়ে এলাকার মেয়েদেরকে উঠিয়ে আনত পার্টি অফিসে। বর্তমানে সেই নেতারা সকলেই জেলবন্দি, তবে এতদিনের আতঙ্ক পিছু ছাড়ছে না সন্দেশখালির মহিলাদের। লোকসভা নির্বাচনে বাংলায় অন্যতম ফ্যাক্টর হতে চলেছে সন্দেশখালি। এমনটাই মত অনেকাংশের। আর ইস্যুকে হাতিয়ার করেই নির্বাচনের বৈতরণী পার করতে চাইছে বঙ্গ বিজেপি।

এলাকার প্রভাবশালী নেতা শাহজাহান, সন্দেশখালি ২ নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি শিবু হাজরা, প্রাক্তন জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার-সহ একাধিক নেতাদের বিরুদ্ধে পথে নামেন সন্দেশখালির মহিলারা। তাদের অভিযোগ ছিল, শেখ শাহাজাহানের মত গ্রামে এরম আরও অনেক গুন্ডা রয়েছে, যাদের অত্যাচারে এতদিনে দেওয়ালে পিঠ ঠেকেছে গ্রামের মেয়েদের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury