স্বাধীনতা দিবসে দুর্গাপুজোর মতো ছুটি! এত বড় ছুটি এর আগে কখনও পায়নি দেশবাসী

স্বাধীনতা দিবসে দুর্গাপুজোর মতো টানা ছুটি! এত বড় ছুটি এর আগে কখনও পায়নি দেশবাসী

Anulekha Kar | Published : Jul 11, 2024 8:55 PM / Updated: Jul 14 2024, 10:16 AM IST
18
এবার স্বাধীনতা দিবসে মিলবে দুর্গাপুজোর মতো ছুটি!

এবার অগাস্ট মাসেই দুর্গাপুজোর মতো বড় ছুটি। টানা ৫ দিন ছুটি পাচ্ছেন বাংলার মানুষ।

28
এবার স্বাধীনতা দিবসে মিলবে দুর্গাপুজোর মতো ছুটি!

বছরে বড় ছুটি বলতে হাতে গোনা। দুর্গাপুজো বা কালিপুজো ছাড়া খুব একটা বড় ছুটি পাওয়া যায় না।

38
এবার স্বাধীনতা দিবসে মিলবে দুর্গাপুজোর মতো ছুটি!

অন্যদিকে গ্রীষ্মের ছুটিতে শুধু স্কুল, কলেজ আর কোর্ট বন্ধ থাকে। তাই একটানা বড় ছুটি পাওয়া সত্যিই মুশকিলের।

48
এবার স্বাধীনতা দিবসে মিলবে দুর্গাপুজোর মতো ছুটি!

তবে এই বছর অগাস্ট মাসেই মিলেবে একটানা একটা লম্বা ছুটি।

58
এবার স্বাধীনতা দিবসে মিলবে দুর্গাপুজোর মতো ছুটি!

১৫ অগাস্ট স্বাধীনতা দিবস। ওই দিন সারা দেশেই ছুটি। তাই ওই একদিন নতুন করে ছুটি নেওয়ার আর দরকার পড়ে না।

68
এবার স্বাধীনতা দিবসে মিলবে দুর্গাপুজোর মতো ছুটি!

তবে এই বছর স্বাধীনতা দিবসে একটা লম্বা ছুটি মিলেছে। টানা চারদিন ছুটি পেয়ে যাবেন সহজেই।

78
এবার স্বাধীনতা দিবসে মিলবে দুর্গাপুজোর মতো ছুটি!

১৫ অগাস্ট পড়েছে বৃহস্পতিবার মাঝে একদিন শুক্রবার বাদে। ১৭ ও ১৮ অগাস্ট পড়েছে শনি ও রবি বার।

88
এবার স্বাধীনতা দিবসে মিলবে দুর্গাপুজোর মতো ছুটি!

তাই মাঝের একটা শুক্রবার অর্থাৎ ১৬ অগাস্ট লিভ নিয়ে নিলেই টানা চারদিন ছুটি পেয়ে যাবেন। টানা চারদিন পরিবারের সঙ্গে কোথাও ঢুঁ মেরেও আসতে পারেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos