ব্যাপক বৃ্ষ্টিপাতের পূর্বাভাস। দিল্লি, উত্তর ভারত, পূর্ব-উত্তরপ্রদেশ-সহ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।
ঘণ্টা তিনেকের মধ্যেই স্বস্তি পেতে পারেন বঙ্গবাসী
পাশাপাশি কমলা সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু রাজ্যে। বিহার ও উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা।
দেশের কোণায় কোণায় বৃষ্টিপাত
এমনিতেই জুলাই এলেও বর্ষার দেখা নেই বঙ্গে। তবে এবার উত্তাপ থেকে বাঁচতে ঝাপিয়ে আসতে পারে বৃষ্টিপাত।
কাটতে পারে অস্বস্তিকর গরম
শুক্রবার থেকে রেহাই পাওয়া যেতে পারে এই অস্বস্তিকর গরমের হাত থেকে। বলে জানাল আবহাওয়া দফতর।
দিল্লিতেও প্রচুর বৃষ্টি পড়ার সম্ভাবনা
দিল্লিতে আজ থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানান দিচ্ছে হাওয়া অফিস। ১৫ জুলাই পর্যন্ত বেশ কিছু রাজ্যে ঝাপিয়ে বৃষ্টিপাত নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বঙ্গে বৃষ্টিপাতের খবর কী?
বঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও এখনও দেখা নেই বৃষ্টির। চলতি সপ্তাহতেই ফের বৃষ্টিপাত শুরু হবে বলে আশা রাখছে আবহাওয়া দফতর।
বিহারেও একই ছবি দেখা দিতে পারে
বিহারেও ব্যাপক বৃষ্টিপাতের দরুণ ভেসে যেতে পারে এই রাজ্য। এই রাজ্যেও বিপুল বৃষ্টিপাতের পূর্বাভাস।
বঙ্গে বৃষ্টি পড়বে কবে?
এ ছাড়া, উত্তরবঙ্গ, আসাম, সিকিমেও ব্যপক বৃষ্টিপাত হতে পারে। তবে এত বৃ্ষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও কেন বঙ্গে বৃষ্টি নেই তার উত্তর মেলেনি বঙ্গবাসীর।
বঙ্গে বৃষ্টি পড়বে কবে?
তবে চলতি সপ্তাহতেই তাপমাত্রা কিছুটা কমতে পারে। এবং অস্বস্তি কাটিয়ে বৃষ্টি নামার পূর্বাবাস রয়েছে দক্ষিণবঙ্গে।