ফেব্রুয়ারিতেই মিলবে শেষ টাকা! মার্চ থেকে বন্ধ কয়েক হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট! বিরাট খবর দিলেন মমতা

Published : Feb 05, 2025, 09:34 AM ISTUpdated : Feb 05, 2025, 11:41 AM IST

বড় আপডেট দিল নবান্ন। শোনা যাচ্ছে মার্চ থেকে হয়তো বন্ধ হয়ে যেতে পারে বেশ কিছু সরকারি প্রকল্পের অ্যাকাউন্ট। কেন এমনটা হবে জানতে আজকের প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

PREV
114

রাজ্য সরকার রাজ্যের জনগণের সুবিধার্থে বরাবর কিছু জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী আরো অনেক কিছু।

214

লক্ষ্মীর ভান্ডার হল এমন একটি প্রকল্প যা রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সক্ষম হতে সাহায্য করে।

314

মাসে মাসে সরকারের পক্ষ থেকে তারা যে টাকা পাচ্ছে তাতে আর্থিক দিক থেকে কিছুটা জোর পাচ্ছে রাজ্যের মহিলারা।

414

শোনা যাচ্ছে মার্চ থেকে হয়তো বন্ধ হয়ে যেতে পারে বেশ কিছু সরকারি প্রকল্পের অ্যাকাউন্ট।

514

মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে বেশ কিছু সরকারি প্রকল্পের (West Bengal Govt Scheme) হাজার হাজার অ্যাকাউন্ট। কেন এমনটা হবে?

614

সরকারি প্রকল্পের অধীনে আর্থিক সাহায্য পেতে গেলে অবশ্যই লাগবে সিঙ্গেল অ্যাকাউন্ট, আধার লিঙ্ক এবং KYC। যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে এইসব করা নেই তারা আর্থিক অনুদান পাবে না।

714

২৫ থেকে ৬০ বছর বয়সীরা ভাতা পাবেন। মার্চ থেকে যেসব ব্যক্তিদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তাদের আগে থেকেই হতে হবে সতর্ক।

814

সমাজের কল্যাণে একাধিক সমাজ সেবামূলক প্রকল্প (West Bengal Govt Scheme) চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

914

এই সকল প্রকল্পের তালিকায় আছে বৃদ্ধ ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার (West Bengal Govt Scheme)।

1014

মাসে মাসে সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপসিলি মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন। তাহলে কেন মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার অ্যাকাউন্ট?

1114

রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে কয়েকটি নির্দেশিকা যা না মানলে বন্ধ হবে অ্যাকাউন্ট।

1214

যারা যারা এই ভাতা পান তাদের অবশ্যই থাকতে হবে সিঙ্গেল অ্যাকাউন্ট। যদি না থাকে তাহলে আর ভাতা ঢুকবে না।

1314

সেই অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক করা না থাকে কিংবা KYC জমা দেওয়া না থাকে তাহলে আর মিলবে না ভাতা। যদি বয়স ২৫ থেকে ৬০-র মধ্যে হয় তাহলে কিন্তু মিলবে এই ভাতা।

1414

যদি এখনো আধার লিঙ্ক করে না থাকেন তাহলে দেরি না করে চটপট সেরে ফেলুন এই কাজ। না হলে বিপদ হবে আপনারই।

click me!

Recommended Stories