সামনের মাস থেকে বাতিল হয়ে যাবে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট! কড়া নির্দেশ জারি?

Published : Feb 21, 2025, 02:18 PM IST

সামনের মাস থেকে বাতিল হয়ে যাবে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট! কড়া নির্দেশ জারি?

PREV
17

এবার বন্ধ হয়ে যাবে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট। এপ্রিল মাস থেকেই এল নয়া নিয়ম! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার?

27

এই বাজেটে টাকা বাড়ানোর কথা বলা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। কিন্তু তা একেবারেই বাড়েনি। উলটে এবার হাজার হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চলেছে রাজ্য সরকার। 

37

এবার এই টাকা পেতে কিছু কড়া নির্দেশ দিয়ে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে টাকা পেতে মানতেই হবে এই নিয়ম নতুবা বাতিল করা হবে অ্যাকাউন্ট।

47

প্রথম শর্ত- সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকলে আর ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। টাকা পেতে ব্যাঙ্কে থাকতে হবে সিঙ্গেল অ্যাকাউন্ট।

57

দ্বিতীয় শর্ত- ২০ থেকে ৬০ বছরের মধ্যে যাদের বয়স, একমাত্র তারাই পাবেন এই প্রকল্পের টাকা। এর বাইরে টাকা পাওয়া যাবে না

67

তৃতীয় শর্ত- এ ছাড়া নির্দিষ্ট ব্যাঙ্কে গিয়ে কেওআইসি আপডেট করতে হবে নইলে আর টাকা ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের।

77

এই শর্তগুলি না মানলে ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা. বাতিল হয়ে যাবে অ্য়াকাউন্ট। কড়া নির্দেশ দিতে চলেছে রাজ্য সরকার।

click me!

Recommended Stories