নলপুরে দুর্ঘটনার জের, হাওড়া স্টেশনে সারারাত দুর্ভোগ কয়েক হাজার যাত্রীর

দক্ষিণ-পূর্ব রেলের লোকাল ট্রেন পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগ নতুন নয়। শনিবার নলপুর স্টেশনে ট্রেন লাইনচ্যুত হওয়ার পর লোকাল ট্রেন পরিষেবা নিয়ে নতুন করে সমস্যা হয়েছে।

দক্ষিণ-পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছে এক্সপ্রেস ট্রেনের তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে শনিবার ভোরবেলা। এর জেরে রবিবার সকাল পর্যন্ত লোকাল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা স্বাভাবিক হল না। শনিবার সারারাত হাওড়া স্টেশন, শালিমার স্টেশন, সাঁতরাগাছি স্টেশনে দুর্ভোগ পোহাতে হল কয়েক হাজার যাত্রীকে। হাওড়া স্টেশনে রাত জাগলেন বহু মানুষ। অনেকেই স্টেশনের মেঝেতে চাদর, গামছা, প্লাস্টিক, খবরের কাগজ পেতে শুয়ে-বসে কাটালেন। কেউ বসে বসেই ঘুমিয়ে পড়লেন, কেউ শুয়ে পড়লেন, আবার কেউ ব্যাগে মাথা গুঁজে ঘুমোলেন। অনেক বয়স্ক ব্যক্তি, মহিলা ছিলেন। শিশুরাও ছিল। তাদের দুর্ভোগ বেশি হল। মেঝেতে বসেই অনেকে রাতের খাওয়া সেরে নিলেন। অনেক যাত্রীর পরিবারই ফোনে যোগাযোগ করতে না পেরে হাওড়া স্টেশনে এসে অপেক্ষা করছিল। লাউডস্পিকারে তাঁদের নাম ঘোষণা করা হচ্ছিল।

লোকাল ট্রেনের যাত্রীদের দুর্ভোগ

Latest Videos

শনিবার রাতে অনেকেই চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়েছিলেন। তাঁদের পরিকল্পনা ছিল, দক্ষিণ-পূর্ব রেলের শেষ লোকাল ট্রেন ধরে বাড়ি ফিরবেন। কিন্তু শেষ ট্রেন না পেয়ে রাত দুটো বেজে ৪৫ মিনিট পর্যন্ত তাঁদের হাওড়া স্টেশনে অপেক্ষা করতে হল। অনেক দূরপাল্লার ট্রেনের যাত্রীও কোনও উপায় না দেখে রাত দুটো বেজে ৪৫ মিনিটে মেদিনীপুর গ্যালপিং লোকাল ধরলেন। অন্যদিন এই ট্রেনে যাত্রীর চেয়ে সংবাদপত্র বেশি থাকে। কিন্তু শনিবার রাতে ভিড়ে ঠাসা ছিল ট্রেন। ওড়িশার বালাসোর থেকে আসা এক পরিবারও এক্সপ্রেস ট্রেন না পেয়ে মেদিনীপুর লোকালে উঠে পড়ল। এই পরিবারের দুই বয়স্ক পুরুষ জানালেন, তাঁরা খড়্গপুর নেমে ট্রেন বদল করবেন।

অস্বাভাবিক দেরিতে চলছে ট্রেন

শনিবার রাতে দীঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস হাওড়া স্টেশনে পৌঁছয় ১টা বেজে ৫০ মিনিটে। পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশনে পৌঁছল রাত আড়াইটে নাগাদ। চেন্নাই মেল হাওড়া স্টেশনে পৌঁছল রাত দুটোর পর। রাউরকেল্লা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছল রাত দুটো বেজে ২০ মিনিটে। এই ট্রেনগুলির যাত্রীদেরও বাড়ি পৌঁছতে সমস্যায় পড়তে হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

হাওড়ার নলপুর স্টেশনে লাইনচ্যুত সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেসের ৩টি কামরা, হতাহতের খবর নেই

হাওড়া, শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল! চরম ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

চেপে ধরলেন শুভেন্দু! Waqf Bill নিয়ে 'মিথ্যা' ভাষণ মমতার! পাল্টা শুভেন্দুর | Suvendu Adhikari
'ভারতের পতাকায় পা! ওদের ভাত বন্ধ করে দেবো' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | Bangladesh
ভরসন্ধ্যায় এ কীরকম গন্ধ! ঘরে উঁকি দিতেই চক্ষু চড়কগাছ! Nadia-এ চাঞ্চল্য | Nadia News Today
'রাজাকারদের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari | BJP
হাসিমারায় দুটো শব্দ দানবের মুখ ঘুরিয়ে দিলেই পালাবে মোল্লা ইউনুস : Suvendu Adhikari | BJP