কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। নিম্নচাপ ঝাড়খণ্ডে সরে যাওয়ায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে থামবে না। ১৩ থেকে ১৬ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার নিম্নচাপ অঞ্চল ঝাড়খণ্ডের ওপর রয়েছে। সংলগ্ন ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উঁচুতে অবস্থিত।
510
জানা গিয়েছে, মৌসুমি অক্ষরেখা এখন সুরতগড়, ভিনয়ানি, আলিগডড, বান্দা, ডাল্টনগঞ্জ, দিঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে।
610
সে কারণে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে আশা অনেকের। তবে, ১৩ থেকে ১৬ তারখি উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি।
710
আগামী বুধবার অর্থাৎ ১৬ জুলাই পর্যন্ত চলবে বৃষ্টি। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
810
আজ শুক্রবারও হবে বৃষ্টি। আজ বিভিন্ন জেলায় হতে পারে মাঝারি ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি
910
রবিবার থেকে বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলাতে হবে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হলুদ সতর্কতা দারি করা হয়েছে।
1010
অর্থাৎ বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি। বৃষ্টি হবে কলকাতা শহরেও। বিভিন্ন জেলায় হবে বিক্ষিপ্ত বৃষ্টি।