শেষ কয়েক মাস ধরে টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। কিছুটা স্বস্তি মিললেও আজ সন্ধ্যার পর থেকে ফের বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পুজোর আগে কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শেষ কয় মাস ধরে বৃষ্টিতে নাজেহাল অবস্থা হয়েছে প্রায় সকল রাজ্যবাসী। টানা বৃষ্টি চলছে জুলাই থেকে। একের পর এক নিম্নচাপের কারণে সেভাব পরিষ্কার থাকেনি আকাশ। এবার শেষ কয়দিন রোদের মুখ দেখেছে সকলে। তবে, এই আবহাওয়া বেশিদিনের জন্য নয়। ফের বাড়বে বৃষ্টি।
25
এদিকে মাত্র ১৯ দিন বাকি পুজোর। বৃষ্টির পরিমাণ কমেছে দক্ষিণবঙ্গের জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই তিন জেলায় কমেছে বৃষ্টি। পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত বন্ধ আছে বৃষ্টি। একটু স্বস্তিতে কুমোর পাড়ার শিল্পীরা। কিন্তু, এরই মাঝে এল বৃষ্টির খবর।
35
এদিকে আজ বুধবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও সন্ধ্যার পর থেকে ফের শুরু হবে বৃষ্টি। এমনই খবর হাওয়া অফিস সূত্রে। ফের নামবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আজ ভিজবে শহর তিলোত্তমা। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি। আর সর্বনিম্নতাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি।
হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। কচ্ছ ও দক্ষিণ-পশ্চিম রাজস্থানের অতি গভীর নিম্নচাপের ওপর দিয়ে উদয়পুর, শিবপুরী, সিদ্ধি, রাঁচি ও পশ্চিমবঙ্গের দিঘা হতে তা পূর্বে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যে কারণে আপাতত কয়েকদিক হবে বিক্ষিপ্ত বৃষ্টি। ভিজবে কলকাতাও।
55
আজ থেকে শুরু হবে বৃষ্টি। আজ ভিজতে পারে আটটি জেলা। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হতে পারে বৃষ্টি। আজ শহরে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় বাড়তে পারে বৃষ্টি।