বৃষ্টি থেকে রেহাই নেই! নতুন নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখা সক্রিয় হওয়ায় ভাসতে পারে দক্ষিণবঙ্গ

Saborni Mitra   | ANI
Published : Aug 24, 2025, 10:03 PM IST

Weather Update: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ফের বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলেও পূর্বাভাস। 

PREV
15
বৃষ্টি থেকে রেহাই নেই!

এখনই রেহাই নেই ঝড়বৃষ্টির হাত থেকে। একটি নিম্নচাপ সরতেই নতুন একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে। এমনই আশঙ্কা করছে আলিপুর হাওয়া অফিস। তাই ঝড়বৃষ্টি থেকে এখনই রেহাই নেই বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বিকেল থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। কিন্তু তারই মধ্যে দুর্যোগের পূর্বাভাস।

25
নতুন নিম্নচাপ অঞ্চল

ঝাড়খণ্ড ও সংলগ্ন অঞ্চলের ওপরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল তা উত্তর-পূর্ব মধ্যপ্রদেশে সরে গিয়েছে। সেটি শক্তিও হারিয়েছে। কিন্তু তারই মধ্যে নতুন দুর্যোগ ঘনীভূত হয়েছে বঙ্গের আকাশ। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস সাগরে ওপর নতুন করে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। যার কারণে আবারও বৃষ্টি হতে পারে।

35
আবহাওয়ার পূর্বাভাস

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নতুন একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। একই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যেটি গেছে দিঘা, পুরুলিয়ার ওপর দিয়ে।

45
বৃষ্টির পূর্বাভাস

আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। একই সঙ্গে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

55
মৎস্যজীবীদের সতর্কতা

সোমবার উপকূলবর্তী এলাকার আবহাওয়া খারাপ থাকবে বলেও পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২৬-২৮ অগস্ট পর্যন্ত এই নিষেজ্ঞা জারি করা হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories