পুজোতেও দিঘার জগন্নাথ মন্দির থিম,তৃণমূল-বিজেপি তরজা শুরু খুঁটিপুজোতে

Published : Sep 05, 2025, 02:37 PM IST
TMC BJP clash over Malda puja pavilion modeled after Jagannath temple in Digha

সংক্ষিপ্ত

তৃণমূল নেতার দুর্গা পূজোর থিম দীঘার জগন্নাথ মন্দির। অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি। খুঁটি পূজার মধ্যে দিয়ে হয়ে গেল সূচনা। 

দিঘা জগন্নাথ মন্দির নিয়ে তৃণমূল বিজেপির তরজার আঁচ এবার মালদায়। দূর্গা পুজোতে দাপুটে তৃণমূল নেতার ক্লাবের থিম দীঘার জগন্নাথ মন্দির, খুঁটি পূজার মধ্যে দিয়ে হয়ে গেল সূচনা, দিঘার মন্দির বাংলার গর্ব তাই এই উদ্যোগ বলে দাবি তৃণমূল নেতার। জগন্নাথ দেব নিয়ে রাজনীতির অভিযোগ তুলে সরব বিজেপি

এবার তৃণমূল নেতার দুর্গা পূজোর থিম দীঘার জগন্নাথ মন্দির। অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি। খুঁটি পূজার মধ্যে দিয়ে হয়ে গেল সূচনা। আর ঠিক যেমন দিঘার জগন্নাথ মন্দির নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ছিল। এবার দুর্গা পুজোতে জগন্নাথ মন্দিরের থিম নিয়ে শুরু হলো তরজা। জগন্নাথ দেব কে নিয়ে রাজনীতি করে হিন্দু ধর্মকে অপমান করছে তৃণমূল, অভিযোগ তুলে সরব গেরুয়া শিবির। দিঘার জগন্নাথ মন্দির দর্শনীয় স্থান। যারা এখনো দেখতে যেতে পারেনি তাদের দেখার জন্যই পুজোর থিম দাবি তৃণমূলের।

দিঘার জগন্নাথ মন্দির নিয়ে রাজনৈতিক তরজার আঁচ এবার দিঘা থেকে কয়েকশো কিলোমিটার দূরে মালদার হরিশ্চন্দ্রপুরে। হরিশ্চন্দ্রপুরের পিপলা রামকৃষ্ণ ফ্যানস ক্লাব। ১৯তম বর্ষে এই বছর দুর্গাপূজায় তাদের প্যান্ডেলের থিম দিঘার জগন্নাথ মন্দির। আজ খুঁটি পূজার মধ্যে দিয়ে হয়ে গেল সূচনা। এই পূজার মূল পৃষ্ঠপোষক হলেন ক্লাবের সম্পাদক বুলবুল খান। যিনি তৃণমূলের জেলা পরিষদ সদস্য।এলাকার দাপুটে নেতা। এর আগে এই ক্লাব রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প দিয়ে মুখ্যমন্ত্রীকে দশভূজা রূপে তুলে ধরে পূজার থিম করে ছিল।যা নিয়ে বিতর্ক হয়ে ছিল। এবার তাদের থিম দিঘার জগন্নাথ মন্দির।

উদ্যোক্তাদের দাবি দীঘার জগন্নাথ মন্দির বাংলার গর্ব। মুখ্যমন্ত্রী দারুন ভাবে এই মন্দির সাজিয়েছেন। তার অনুপ্রেরণাতে এই থিম। যারা এখনও দিঘা গিয়ে দেখতে পারেনি। তারা যাতে দেখতে পায়। এই বছর পূজার বাজেট ১০ লক্ষ টাকা।এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য সরকার যখন পুরীর আদলে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন। তখন বিরোধী দলনেতা বলে ছিলেন এটি মন্দির নয় কালচারাল ট্রাস্ট। বঙ্গ রাজনীতিতে তৃণমূল বিজেপি তরজার মাঝে এসে পড়ে ছিলেন জগন্নাথ দেব। এবার তৃণমূল নেতার ক্লাবের পূজোর এই থিম নিয়ে বিজেপির অভিযোগ যেমন দিঘাতে রথ যাত্রার দিন ছেলে খেলা করা হয়ে ছিল। ধর্মকে অপমান করা হয়ে ছিল। এখানেও রাজনীতি করতে গিয়ে সেটাই করছে তৃণমূল। শুরু হয়েছে তরজা।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পড়ুয়া পিছু ৫ হাজার টাকা ফাইন, বিরাট সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের, সতর্ক করা হল স্কুলগুলোকে
'আজ প্রমাণ হয়ে গেল মমতা কত বড় তোষণ বাজ ও হিন্দু বিরোধী', মন্তব্য শুভেন্দুর