ব্লক কমিটি গঠন নিয়ে তৃণমূলের অন্দরে ব্যাপক ডামাডোল, বাঁকুড়ার রাইপুরে বাড়ছে অস্বস্তি

এই খবর প্রকাশ হয়ে পড়তেই তীব্র অস্বস্তিতে পড়ে যায় শাসক শিবির। বিষয়টিকে দলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ বলে মানতে একেবারেই নারাজ তৃণমূল নেতৃত্ব। 

বাঁকুড়ার রাইপুরে প্রকাশ হয়ে পড়ল শাসক দলের অন্দরের ডামাডোল। ব্লক কমিটি গঠন নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে বেঁধে গেল গোষ্ঠীকোন্দল। সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল রাইপুর ব্লকের ব্লক কমিটি ঘোষণার একটি বৈঠকের ভিডিয়ো। সেই ভিডিয়োতে স্থানীয় ব্লক সভাপতির ভূমিকা নিয়ে জোরালো প্রশ্ন তুলে বিক্ষোভ দেখালেন দলেরই একটি অংশের নেতৃত্বরা। এই খবর প্রকাশ হয়ে পড়তেই তীব্র অস্বস্তিতে পড়ে যায় শাসক শিবির। বিষয়টিকে দলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ বলে মানতে একেবারেই নারাজ তৃণমূল নেতৃত্ব। ঘটনাটিকে কটাক্ষ করে আঞ্চলিক বিজেপি নেতারা কটাক্ষ করে বলেছেন, তোলাবাজির ক্ষমতা কার হাতে থাকবে, তা নিয়েই তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব লেগেছে।

বাঁকুড়া জেলায় তৃণমূলের জেলা কমিটি গঠনের পাশাপাশি চলছে দলের ব্লক কমিটি গঠনের কাজ। বুধবার বাঁকুড়ার রাইপুর ব্লকে তৃণমূলের ব্লক কমিটি গঠনের বৈঠকের একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় ব্লক কমিটি ঘোষণার পরেই একদল তৃণমূল নেতা বৈঠকের মাঝেই ব্লক সভাপতির বিরুদ্ধে শ্লোগান দিচ্ছেন। পরে বিক্ষুব্ধ নেতাদের একাংশ দাবি করেন, টাকা তোলার উদ্দেশে তৃণমূলের ব্লক সভাপতি ব্লক কমিটিতে বিজেপির লোকজনকে স্থান দিয়েছেন। যোগ্য সংগঠকদের বাদ দিয়ে ব্লক সভাপতির ঘনিষ্ঠ ও পেটোয়া লোকেদের নিয়ে দলের ব্লক কমিটি গঠন করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তাঁরা।

Latest Videos

দলের বিক্ষুব্ধদের বক্তব্যকে কার্যত সমর্থন করে দলের ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের বাঁকুড়া জেলার সাধারণ সম্পাদকও। দলীয় নেতৃত্বের একাংশের এই আচরণে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে যায় তৃণমূলের ব্লক ও জেলা নেতৃত্ব। বিষয়টিকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ তাঁরা। সমস্যা হয়ে থাকলে তা দলের অভ্যন্তরে বসেই বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলেছেন তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, কাটমানি আর তোলাবাজির ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়েই তৃণমূলের দলের মধ্যে এই দ্বন্দ্ব লেগেছে বলে কটাক্ষ করেছেন আঞ্চলিক বিজেপি নেতাকর্মীরা।

আরও পড়ুন-
ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল কলকাতার মেটিয়াবুরুজ, আহতদের দেখতে হাসপাতালে ফিরহাদ হাকিম
Viral News: ছেলেদের স্কার্ট পরতে দেখে হতবাক মেট্রোর যাত্রীরা, সোশ্যাল মিডিয়ায় জোর তরজা

২১ এপ্রিল ফের কমে গেল সোনা-রুপোর দাম, দেখে নিন শুক্রবারের লেটেস্ট আপডেট

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)