বিজেপি প্রার্থী তাপসী রায় প্রায় ১ হাজারেরও বেশি ভোটে এগিয়েছিলেন শাসক দলের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের থেকে। কিন্তু, চতুর্থ রাউন্ডের গণনা শেষ হওয়ার থেকেই জোড়াফুলের পালে লেগেছে আনন্দের হাওয়া।
ধূপগুড়ির উপ নির্বাচনে তৃণমূল বনাম বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই অব্যাহত রয়েছে। যত বেলা বাড়ছে, ততই বদলাচ্ছে গণনার ছবি। একই সঙ্গে শিবিরে শিবিরে বদলাচ্ছে দলীয় সমর্থকদের উল্লাসের হাওয়া। সকাল থেকে উড়ছিল গেরুয়া আবির। শুক্রবার বেলা বাড়তেই সবুজ হতে শুরু করল সমগ্র ধূপগুড়ি।
প্রথম ২ রাউন্ডের গণনার পর বিজেপি অনেকটাই এগিয়ে গিয়েছিল তৃণমূলের থেকে। বিজেপি প্রার্থী তাপসী রায় প্রায় ১ হাজারেরও বেশি ভোটে এগিয়েছিলেন শাসক দলের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের থেকে। কিন্তু, চতুর্থ রাউন্ডের গণনা শেষ হওয়ার থেকেই জোড়াফুলের পালে লেগেছে আনন্দের হাওয়া।
ভোটগণনার পঞ্চম রাউন্ড থেকে এগোতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ৬ রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থীর থেকে প্রায় ৩৭০০ ভোটে এগিয়ে গেছেন তৃণমূল প্রার্থী। যদিও, সপ্তম রাউন্ডের গণনায় সেই ব্যবধান কিছুটা কমেছে বলে দেখা গেছে। ৭ রাউন্ড গণনার শেষে প্রায় ২৯৩১ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। এখনও পর্যন্ত তৃণমূলের প্রাপ্ত ভোট প্রায় ৭২৪৪০। অন্যদিকে, বিজেপি প্রার্থী তাপসী রায়ের প্রাপ্ত ভোটসংখ্যা রয়েছে প্রায় ৬৯৫০৯