Dhupguri Election Result: চতুর্থ রাউন্ডের পর থেকেই জোড়াফুলে উত্তুরে হাওয়া, ধূপগুড়িতে পিছিয়ে পড়ছে বিজেপি

বিজেপি প্রার্থী তাপসী রায় প্রায় ১ হাজারেরও বেশি ভোটে এগিয়েছিলেন শাসক দলের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের থেকে। কিন্তু, চতুর্থ রাউন্ডের গণনা শেষ হওয়ার থেকেই জোড়াফুলের পালে লেগেছে আনন্দের হাওয়া।

ধূপগুড়ির উপ নির্বাচনে তৃণমূল বনাম বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই অব্যাহত রয়েছে। যত বেলা বাড়ছে, ততই বদলাচ্ছে গণনার ছবি। একই সঙ্গে শিবিরে শিবিরে বদলাচ্ছে দলীয় সমর্থকদের উল্লাসের হাওয়া। সকাল থেকে উড়ছিল গেরুয়া আবির। শুক্রবার বেলা বাড়তেই সবুজ হতে শুরু করল সমগ্র ধূপগুড়ি।

প্রথম ২ রাউন্ডের গণনার পর বিজেপি অনেকটাই এগিয়ে গিয়েছিল তৃণমূলের থেকে। বিজেপি প্রার্থী তাপসী রায় প্রায় ১ হাজারেরও বেশি ভোটে এগিয়েছিলেন শাসক দলের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের থেকে। কিন্তু, চতুর্থ রাউন্ডের গণনা শেষ হওয়ার থেকেই জোড়াফুলের পালে লেগেছে আনন্দের হাওয়া। 

ভোটগণনার পঞ্চম রাউন্ড থেকে এগোতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ৬ রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থীর থেকে প্রায় ৩৭০০ ভোটে এগিয়ে গেছেন তৃণমূল প্রার্থী। যদিও, সপ্তম রাউন্ডের গণনায় সেই ব্যবধান কিছুটা কমেছে বলে দেখা গেছে। ৭ রাউন্ড গণনার শেষে প্রায় ২৯৩১ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। এখনও পর্যন্ত তৃণমূলের প্রাপ্ত ভোট প্রায় ৭২৪৪০। অন্যদিকে, বিজেপি প্রার্থী তাপসী রায়ের প্রাপ্ত ভোটসংখ্যা রয়েছে প্রায় ৬৯৫০৯

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM