তৃণমূল ছাত্র পরিষদের পরবর্তী রাজ্য সভানেত্রী রাজন্যা হালদার? তুঙ্গে জল্পনা

তৃণমূল ছাত্র পরিষদের পরবর্তী রাজ্য সভানেত্রী হচ্ছেন রাজন্যা হালদার (Rajanya Haldar)? একুশে জুলাইয়ের আগে রাজনৈতিক মহলে শুরু জোর জল্পনা। ফের একবার চর্চায় চলে এলেন তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদার।

Subhankar Das | Published : Jul 20, 2024 3:39 PM IST

তৃণমূল ছাত্র পরিষদের পরবর্তী রাজ্য সভানেত্রী হচ্ছেন রাজন্যা হালদার (Rajanya Haldar)? একুশে জুলাইয়ের আগে রাজনৈতিক মহলে শুরু জোর জল্পনা। ফের একবার চর্চায় চলে এলেন তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদার।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, বড় কোনও অঘটন না ঘটলে তৃণমূল ছাত্র পরিষদের পরবর্তী রাজ্য সভানেত্রী হতে চলেছেন সোনারপুরের মেয়ে। তৃণাঙ্কুর ভট্টাচার্যের পরে রাজ্যের ছাত্র সংগঠনের দায়িত্বে আসতে পারেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী।

Latest Videos

তৃণমূল সূত্রে খবর, আগামী ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকেই রাজন্যার নাম ঘোষণা করতে পারেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তবে শুধুমাত্র রাজন্যা হালদার নন, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির দৌড়ে রয়েছেন আরও এক ছাত্রনেতা সুদীপ রাহাও। সেইসঙ্গেই উঠে আসেছে প্রান্তিক চক্রবর্তী সহ একাধিক নাম। তবে সবথেকে এগিয়ে রাজন্যাই।

এদিকে শোনা যাচ্ছে, তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আরও বড় দায়িত্ব দেওয়া হতে পারে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হিসেবে উঠে এসেছে তাঁর নাম।

শোনা যাচ্ছে, তৃণাঙ্কুরকে সায়নী ঘোষের জায়গায় বসানো হতে পারে। যদিও কোনও বিষয়টিই এখনও চূড়ান্ত নয়। অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব বলছেন, দলনেত্রী যা করতে বলবেন তাই হবে। এখন দেখার বিষয় এটিই যে, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কী চমক অপেক্ষা করে রয়েছে।

তবে এইসবকিছুর মাঝে বারবার যেন সেই রাজন্যা হালদারের নামই ঘুরেফিরে আসছে। সদ্য সমাপ্ত হওয়া উপনির্বাচনেও বেশ সপ্রতিভ ভূমিকায় ছিলেন তিনি। এবার তাঁর হাতেই সম্ভবত ছাত্র সংগঠনের দায়িত্ব তুলে দিতে চাইছেন তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্ব। তাই একুশে জুলাইয়ের আগেই রাজনৈতিক মহলে তাঁকে ঘিরে শুরু জোর জল্পনা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'এদের তো গ্রেফতার করা উচিৎ সরিয়ে কী হবে?' রাজ্যের পুলিশের রদবদল নিয়ে প্রশ্ন সুকান্তর | R G Kar Case
‘পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে’ ডিভিসির দিকে তোপ মুখ্যমন্ত্রীর | WB Flood
'রাজ্যের সর্বনাশ করে মমতা ফটো তুলতে বেড়িয়েছেন' মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দুর | Suvendu
'সব কিছু টাকা দিয়ে কেনা যায় না মাননীয়া' মমতাকে ফের আক্রমণ Suvendu Adhikari-র | R G Kar
বিয়ে পাগলা বর! ২ বউ থাকতে তৃতীয় বিয়ে! ফুলশয্যার রাতে ধরা পড়ল বৌ সমেত বর | Maynaguri News Today