২১ জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন তো? চোখের চিকিৎসা করিয়ে আজ বাড়ি ফিরলেন

Published : Jul 19, 2024, 12:20 PM ISTUpdated : Jul 19, 2024, 12:24 PM IST
ABHISHEK BANERJEE

সংক্ষিপ্ত

২১ জুলাইয়ের আগে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যে ফিরেছেন, তখন অবশ্যই তিনি ২১ জুলায়ের সমাবেশে থাকবেন। যদিও অভিষেক এই বিষয়ে এখনও কিছুই জানাননি। 

সব জল্পনার অবাসান, তৃণমূল কংগ্রেসের (TMC) শহিদ দিবস(Sheed Diwas), ২১ জুলাইয়ের (21 July Meeting) আগেই কলকাতা ফিরে এলেন দলের নম্বর টু বা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। লোকসভা নির্বাচনের পর সংসদে শপথ গ্রহণ করেই তিনি বিদেশে গিয়েছিলেন। সূত্রের খবর আমেরিকায় গিয়েছিলেন চোখের চিকিৎসার জন্য। সেই সময়ই তিনি ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর ২১ জুলাইয়ের আগে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যে ফিরেছেন, তখন অবশ্যই তিনি ২১ জুলায়ের সমাবেশে থাকবেন। যদিও অভিষেক এই বিষয়ে এখনও কিছুই জানাননি।

শুক্রবার সকালে বিশেষ বিমানে কলকাতায় পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই সোশ্যাল মিডিয়া পোস্ট সাময়িকভাবে দল থেকে বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন অভিষেক। তিনি বলেছিলে, চিকিৎসার জন্য তিনি সংগঠনের কাজ থেকে ছোট্ট বিরতি নিচ্ছেন। তিনি আরও বলেন, একটি দূর থেকেই বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ করবেন। গত ১২ জুন অভিষের এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন চিকিৎসার কারণে রাজনৈতিক কর্মসূচি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। তবে কত দিনের বিরতি তা নিয়ে কিছুই জানাননি। কিন্তু চিকিৎসা করাচ্ছেন বলেও সূত্রের খবর।

 অন্যদিকে ২১ জুলায়ের চিঠিতেও নাম ছিল না অভিষেকের। যা নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে, ২১ জুলাইয়ের মঞ্চে অভিষেক থাকবেন কিনা তা নিয়ে।

রবিবার ২১ জুলাই। লোকসভা নির্বাচনে বড় সাফল্যের পরই ২১ জুলাইয় প্রথম বড় কোনও সমাবেশ করছে তৃণমূল। এবার ২১ জুলাই নিয়ে বিশেষ উন্মাদনা রয়েছে ঘাসফুল শিবিরে। শুক্রবার বিকেল থেকেই কলকাতা সহ শহরতলিকে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করবেন। তাদের জন্য বিশেষ ব্যবস্থাও তৈরি রয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভোটের আগেই সক্রিয় দিলীপ ঘোষ, ঝড় তুললেন রামনগরে বিজেপির চায়ে পে চর্চা অনুষ্ঠানে
শান্তিনিকেতনে তৃণমূল নেতার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের অভিযোগ পরিকল্পিত খুন