বন্দুক পিস্তল নিয়ে কেন রাম নবমীর মিছিলে? মিছিল বেআইনি বলেও দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

রাম নবমীর মিছিল নিয়ে মমতার মতই বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বন্দুক পিস্তল নিয়ে কেন রাম নবমীর মিছিলে- প্রশ্ন তৃণমূল নেতার।

 

রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি সরাসরি নিশানা করেলেন বিজেপিকে। সাংবাদিক সম্মেলনে অভিষেক বলেন, হাওড়ায় আশান্তির মূল চক্রী হল বিজেপি। তাঁর প্রশ্ন আগ্নেয়াস্ত্র নিয়ে ধর্মীয় মিছিল করা কী করে সম্ভব। এদিন অভিষেক অভিযোগ করে বলেন, পুলিশের দেওয়া শর্ত বা গাইডলাইন মেনে হাওড়ায় মিছিল হয়নি। তৃণমূলের সর্বভারতীয় সংগঠকের দাবি, 'প্রশাসনের অনুমতি, আদালতের নির্দেশ, দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের বিধি ছাড়া প্রত্যেক জায়গায় মিছিল করেছে এরা। প্রত্যেকটা মিছিলই বেআিনি।' অভিষেক আরও বলেন, পুলিশের গাইডলাইন দেওয়া যে চিঠি দুটি হিন্দু সংগঠনকে দেওয়া হয়েছিল তার নিয়ে কোনও উত্তর দুটি সংগঠন দেয়নি।

অভিষেকের অভিযোগ মিছিলে আগ্নেয়াস্ত্র ছিল। তিনি বলেন, 'মিছিলের সময় অনেকেরই কোমরে গোঁজা ছিল পিস্তল। অস্ত্র নিয়ে মিছিল কী করে সম্ভব?' এদিন সাংবাদিক বৈঠকে হামলার ভিডিও দেখান তিনি। পাশাপাশি তাঁর প্রশ্ন বাংলায় একাধিক অনুষ্ঠান - উৎসব হয়- কালীপুজো, দুর্গাপুজো, বড়দিন, ঈদ। কিন্তু কোথায় কোনও গন্ডগোল হয় না। তাহলে এখানে কেন এমন হল। এদিন অভিষেক রাম নবমী পালনের ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ডিজে বাজিয়ে কোমরে বন্দুক ঝুলিয়ে কে রাম নবমী পালন করে।

Latest Videos

তবে এদিন অভিষেকের মন্তব্যের জবাব দিয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা শচীন্দ্রনাথ সিংহ। তিনি বলেন, পুলিশের দেওয়া শর্ত মেনেই হাওড়ায় মিছিল হয়েছিল। পুলিশের সঙ্গে দুবার মিটিং হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, প্রশাসনিক ব্যর্থতার জন্যই এই সমস্যা তৈরি হয়েছে। তিনি আরও বলেছেন, রাম নবমীতে বিভিন্ন জায়গায় মিছিল হয়েছিল। কিন্তু শুধুমাত্র হাওড়ার একটি নির্দিষ্ট এলাকাতেই কেন সমস্যা তৈরি হল। পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হলে আসল সত্য সামনে আসবে বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে এদিন মমতাও বিজেপিকে নিশানা করেছেন। তিনি বলেছেন, রাম নবমী ইস্যুতে অশান্তি করার পরিকল্পনা আগে থেকেই নিয়েছিল বিজেপি। শুধু এই রাজ্য নয় দেশের একশোটা জায়গায় এজাতীয় দাঙঅগার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি আরও বলেন, আগে থেকেই রাম নবমী আর রমজান শান্তিতে পালন করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু বিজেপির একাধিক সংগঠন যেমন করে হোক দাঙ্গা করার পরিকল্পনা ছিল। তাতেই হাওড়ার অশান্তি বলেও দাবি করেন তিনি।

মমতা বলেন হওড়ার ওই এলাকা সংবেদনশীল। এই রুটে যেন রাম নবমীর মিছিল না ঢোকে- কিন্তু তারপরেও মিছিল ওই এলাকায় গেল কি করে তাও নিয়েও অভিযোগ করেন মমতা। তিনি বলেন হিন্দুধের ধর্মীয় মিছিল হাওড়ার সংখ্যালঘু এলাকায় ঢুকে পড়ে। সেখানে গিয়ে অত্যচার করা হয়েছে । তিনি বলেন রমজান মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দিনভর উপবাস করে থাকেন। সেখানে গিয়ে তাঁদের ওপর চড়াও হয় বলেও অভিযোগ করেন তিনি।

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News