সন্দেশখালির ঘটনা একেবারে সত্য! জানালেন তৃণমূল নেত্রী নিজেই, ভিডিও শেয়ার হতেই তোলপাড়

Published : May 17, 2024, 08:53 AM IST
shikh shajahan 1

সংক্ষিপ্ত

সন্দেশ খালির ঘটনা একেবারে সত্য। এমনই জানালেন সন্দেশখালিরই এক তৃণমূল নেত্রী! ভিডি ও ভাইরাল হতেই তোলপাড়

সন্দেশ খালির ঘটনা একেবারে সত্য। এমনই জানালেন সন্দেশখালিরই এক তৃণমূল নেত্রী। এই ভিডিওই সামাজিক মাধ্যমে শেয়ার করেছে বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপির শেয়ার করা এই ভিডিওতে, দেখা গিয়েছে, দুই তৃণমূল কর্মী এই ঘটনা সত্যি বলেই জানিয়েছেন তাঁরা বলেছেন, এই ঘটনা একেবারেই সত্য। রেখা পাত্র যেকথাগুলো বলেছে সেগুলিতো রাজনৈতিক কথা নয়, ১০ বছর ধরে মহিলাদের উপরে হওয়া অত্যাচারের ঘটনা। অন্যদিকে তাঁকে ফোন করে বিরক্ত করা ও কু প্রস্তাব দেওয়া হত বলেও জানিয়েছেন সন্দেশখালির ওই তৃণমূল নেত্রী। তিনি বলেছেন “ফোন করে কু প্রস্তাব দিত তাতে সাড়া না দিলে উপর মহলকে জানিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ করেও লাভ হয়নি। না না রকমের ছবি ভাইরাল করে দেব বলেও ব্ল্যাকমেইল করা হত। তিনি আরও জানিয়েছেন, ওদের প্রকোপ ভীষণ বেড়ে গিয়েছিল, সাধারণ মানুষ ভয়ে ছিল। ওদের বিরুদ্ধে মুখ খোলা হলেই জীবনহানীর ভয় ছিল। অন্যায়টা তো অন্যায়। সেই অন্যায়ের জন্যই কিন্তু এত প্রতিবাদ। এখন চাইছি দোষীদের শাস্তি হোক।” তৃণমূল বলছে এই ঘটনা সাজান এই প্রসঙ্গে তৃণমূলের আরও এক নেতা বলেন, “না এই ঘটনা একেবারেই সত্য”। 

 

 

 

এই ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করে বঙ্গ বিজেপি লিখেছে, " সন্দেশখালির নারকীয় ঘটনা অক্ষরে অক্ষরে সত্য, বলছে তৃণমূল নেত্রী নিজে! মমতা ব্যানার্জীর ভোট ব্যাংকের রাজনীতির কাছে, নারীর সম্মান মূল্যহীন।

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি