দলের অন্দরেই কোন্দল তৃণমূলের, দুর্নীতি নিয়ে মুখ খোলায় দলীয় নেতাকে খুনের হুমকি জেলা সভাপতির

Published : Oct 12, 2025, 11:14 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

West Bengal Crime News:  দলের অন্দরেই কোন্দল। খুনের হুমকি পেলেন তৃণমূল নেতা। ঠিক কী ঘটেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

West Bengal Crime News: দলেরই নেতাদের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল নেতা পেলেন খুনের হুমকি। তৃণমূলের রাজ্য নেতাকে খুনের হুমকি দিলেন জেলা সভাপতি। কুরবান শার মতো খুন হয়ে যেতে পারি। আতঙ্কিত রাজ্য নেতা। বিগত বেশ কয়েকমাস যাবত দলের একাংশের দুর্নীতি নিয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছিলেন তৃণমূলের রাজ্য যুব সহ সভাপতি পার্থসারথি মাইতি। যার কারণে বেশ কয়েকবার অস্বস্তিতে পড়েছিল তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব।এবার মুখ খোলায় পার্থসারথি মাইতিকে খুনের হুমকি দিলেন তৃণমূলেরই জেলা সভাপতি সুজিত রায়।

ঠিক কী অভিযোগ উঠেছে? 

অন্তত এমনটাই অভিযোগ পার্থসারথির। আর এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্ব সহ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি।ইতিমধ্যেই রাজ্য সভাপতি সায়নী ঘোষ সহ জেলা পুলিশ সুপার ও অভিষেক ব্যানার্জির দফতরে ইমেইল এ জানিয়েছেন তিনি। পার্থসারথি বলেন, ‘’এই জেলা সভাপতি যে ভাষায় কথা বলেছেন তাতে বোঝা যাচ্ছে তিনি anti social, তিনি আতঙ্কিত গত ২০১৯ সালে পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহ দলের দুর্নীতির অভিযোগ করায় খুন হতে হয়েছিল, তার মতন দ্বিতীয় কুরবান শা হয়ে যেতে পারি এমনটাই আশঙ্কা করছেন তিনি।'' 

তবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেছেন, তাই আপাতত তিনি দল ছাড়ছেন না। যদিও পুরো ব্যাপার নিয়ে কটাক্ষ বিজেপির। বিজেপির দাবি, কাক কাকের মাংস খায় না। এতদিন তৃণমূল বিজেপি কর্মীদের খুন করেছেন, এবার নিজের দলের লোকদের খুনের হুমকি দিচ্ছে। চোরদের সঙ্গে থাকছেন কেনো? সেই নিয়েও প্রশ্ন তোলে বিজেপি। তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়ের তরফে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal police)। আরও দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তাদেরও দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

 যে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, তিনি ওড়িশার (Odisha) জলেশ্বরের বাসিন্দা। তিনি দ্বিতীয় বর্ষের এমবিবিএস (MBBS student) ছাত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ মেডিক্যাল কলেজের ক্যাম্পাস থেকে বেরোন। 

তাঁর সঙ্গে ছিলেন এক পুরুষ বন্ধু। ক্যাম্পাসের গেটের কাছেই এই ডাক্তারি পড়ুয়াকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছে। তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শেষ পর্যন্ত সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন সোনালি খাতুন, প্রথমে ভর্তি করা হয় হাসপাতালে
হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রস্তুতি দেখুন ছবিতে, ইট বইছে অনুগামীরা