দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ: গ্রেফতার ৩ অভিযুক্ত, বাকি ২ জনের খোঁজে তল্লাশি

Published : Oct 12, 2025, 09:29 AM ISTUpdated : Oct 12, 2025, 09:51 AM IST
rape survivor

সংক্ষিপ্ত

Odisha Medical Student Gangrape: দুর্গাপুরে ওড়িশার এক ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনা নিয়ে উত্তাল রাজনীতি। ওড়িশার মুখ্যমন্ত্রীও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন।

DID YOU KNOW ?
ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ
দুর্গাপুরে এক মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের কাছেই ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

Durgapur Gangrape Case: দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal police)। আরও দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তাদেরও দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ। যে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, তিনি ওড়িশার (Odisha) জলেশ্বরের বাসিন্দা। তিনি দ্বিতীয় বর্ষের এমবিবিএস (MBBS student) ছাত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ মেডিক্যাল কলেজের ক্যাম্পাস থেকে বেরোন। তাঁর সঙ্গে ছিলেন এক পুরুষ বন্ধু। ক্যাম্পাসের গেটের কাছেই এই ডাক্তারি পড়ুয়াকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছে। তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আর জি করের ঘটনার দুঃসহ স্মৃতি ফিরল

গত বছর আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College & Hospital) এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণের পর খুন করা হয়। সেই ঘটনা নিয়ে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। সেই ঘটনার এক বছর পর ফের রাজ্যের অন্য প্রান্তে এক ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে তর্ক-বিতর্ক শুরু হয়ে গিয়েছে। পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি বেশ কয়েকজনকে জেরা করেছে। তাঁদের মধ্যে আছেন মেডিক্যাল কলেজের কয়েকজন কর্মী, শুক্রবার রাতে নির্যাতিতার সঙ্গে ক্যাম্পাসের বাইরে যাওয়া পুরুষ বন্ধু। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ এবং নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখছে পুলিশ।

দুর্গাপুরের ঘটনার নিন্দা

দুর্গাপুরের এই ঘটনার নিন্দা করে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফ্রন্ট বলেছে, এই ঘটনা ফের মনে করিয়ে দিচ্ছে, মহিলারা শিক্ষা প্রতিষ্ঠানেও সুরক্ষিত নন। নির্যাতিতার জন্য ন্যায়বিচারের দাবি জানানোর পাশপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির (Chief Justice of India) কাছে এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার আর্জিও জানিয়েছে চিকিৎসকদের সংগঠন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৫।
দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় প্রাথমিকভাবে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ।
Read more Articles on
click me!

Recommended Stories

পড়ুয়া পিছু ৫ হাজার টাকা ফাইন, বিরাট সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের, সতর্ক করা হল স্কুলগুলোকে
'আজ প্রমাণ হয়ে গেল মমতা কত বড় তোষণ বাজ ও হিন্দু বিরোধী', মন্তব্য শুভেন্দুর