ফের কুণাল শুভাপ্রসন্ন তরজা, প্রবীণ শিল্পীর বিরুদ্ধে এবার খাল চুরির অভিযোগ কুণালের

কুণাল ঘোষের দাবি শুভাপ্রশন্ন ভট্টাচার্যের আট একর জমির মধ্যে এলাকাবাসীর নিকাশির খাল ঢুকে গিয়েছে। যার জেরেই সমস্যায় পড়েছে এলাকাবাসী।

Web Desk - ANB | Published : Feb 24, 2023 4:03 PM IST

ফের কুণাল-শুভাপ্রসন্ন তরজা। ভাষা দিবস ঘিরে বিতর্কের জট এখনও ছাড়েনি। এর মধ্যেই বৃহস্পতিবার প্রবীণ শিল্পী প্রসঙ্গে ফের বিস্ফোরক মন্তব্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। ভাষা দিবসে শুভাপ্রশন্ন সম্পর্কে কুণাল ঘোষের মন্তব্যের পরই তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রবীণ শিল্পী। এবার নতুন করে শিল্পীর বিরুদ্ধে খালচুরির অভিযোগ আনলেন কুণাল ঘোষ। শুধু তাই নয় নিমন্ত্রণ রক্ষার্থে দিদির দূত হিসেবে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। কুণাল ঘোষের দাবি শুভাপ্রশন্ন ভট্টাচার্যের আট একর জমির মধ্যে এলাকাবাসীর নিকাশির খাল ঢুকে গিয়েছে। যার জেরেই সমস্যায় পড়েছে এলাকাবাসী।

এই প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন প্রায় ৩০০ থেকে ৪০০ পরিবার নিকাশি সংক্রান্ত সমস্যায় ভুগছে। এলাকার নিকাশি নালা ঢুকে গিয়েছে শুভাপ্রশন্নর এলাকায়। যার ফলেই সমস্যায় পড়েছে এলাকার একটা বড় অংশের বাসীন্দা। অনেকে এই বিষয় অভিযোগ জানিয়েছে বলেও দাবি করেন তিনি। সেই অভিযোগই খতিয়ে দেখতে সেখানে যাবেন কুণাল। এমনকী অভিযোগ প্রমাণিত হলে বিষয়টি দলে রিপোর্ট করে জানানোর কথাও বলেছেন তিনি। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বললেন,'শুভাপ্রসন্ন নিমন্ত্রণ করেছেন। ওঁর আট একর দেখতে যাব। এলাকা তজেকে অনেক অভিযোগ এসেছে। উনি স্থানীয় সমস্যা করেছেন বলে অভিযোগ। এলাকার মানুষ আমাকে অভিযোগ জানিয়েছে। আমি দিদির দূত হিসেবে যাব।'

Latest Videos

গত মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মুখ্যমন্ত্রী সম্পর্কে শুভাপ্রশন্নর মন্তব্য ঘিরে বিতর্কের সূচনা। এদিন দেশপ্রিয় পার্কের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন,'এখন অনেকেই বাংলা জানলেও বাংলায় কথা বলতে চান না। আমি জানি এখনকার ছেলেমেয়েরা বেশিরভাগ ইংরেজিতেই পড়াশোনা করে। অন্য ভাষা শিখুন। আমার আপত্তি নেই। বরং ভালো করে শিখুন। কিছু যখন বাড়িতে খেতে বসছেন তখন তো মা বাবার সঙ্গে বাংলায় কথা বলতে পারেন।' মমতার সংযোজন,'অন্য ভাষা শিখুন কিন্তু বাংলাকে ভুলে নয়। এখন অবাঙলীরাও আমাদের থেকে বেশি বাংলা বলে।' মুখ্যমন্ত্রীর বন্তব্যে 'দাওয়াত', 'পানি'-এর মতো শব্দের ব্যবহারের বিরোধিতা করেন শুভাপ্রশন্ন। প্রবীণ শিল্পীর মন্তব্যে বিতর্ক উস্কে দিয়ে কুণাল ঘোষ বলেছিলেন,'শুভাপ্রসন্ন সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভানুধ্যায়ী হলে মুখ বন্ধ রাখা উচিত।'

আরও পড়ুন - 

'অন্য ভাষা শিখুন কিন্তু বাংলাকে ভুলে নয়', একুশের মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

মাধ্যমিক পরীক্ষার আগেই অ্যাসিড হামলা কিশোরীর উপর, হাসপাতালের শয্যা থেকেই পরীক্ষা দিল আক্রান্ত পড়ুয়া

স্বামী জীবিত, তবু মাসে মাসে বিধবা ভাতা পাচ্ছেন স্ত্রী! ঘটনায় ক্ষোভ প্রকাশ স্থানীয়দের

Share this article
click me!

Latest Videos

'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু
Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে নির্বাচনী প্রচার সুকান্তর, পায়ে হেঁটে করলেন জন-সংযোগ | Sukanta M
জাদু দেখলেন Tamannaah! #bollywood #shorts #shortsyoutube #shortsviral #viralshorts #shortsfeed
Suvendu Adhikari : মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী, সারলেন জনসংযোগ