সংক্ষিপ্ত

স্বামী জীবিত থাকা সত্ত্বেও কীভাবে বিধবা ভাতা পাচ্ছেন তিনি? ঘটনায় রীতিমত অবাক মেদিনীপুরবাসী।

জীবিত স্বামী, মাসে মাসে পাচ্ছে্ন বার্ধক্য ভাতা, আবার তাঁরই স্ত্রী মাস গেলে পাচ্ছেন বিধবা ভাতা। ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। স্বামী জীবিত থাকা সত্ত্বেও কীভাবে বিধবা ভাতা পাচ্ছেন তিনি? ঘটনায় রীতিমত অবাক মেদিনীপুরবাসী। প্রতি মাসেই নিয়ম করে বিধবা ভাতা তুলছেন স্ত্রী, আবার স্বামী তুলছেন বার্ধক্য ভাতা। তাও আবার ব্যাঙ্ক থেকেই। প্রশাসনের গাফিলতি ঘিরে উঠছে হাজারো প্রশ্ন। কীভাবে এতবড় গাফিলতি ঘটল সেবিষয়ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। অভিযুক্ত দম্পতি অবশ্য জানিয়েছেন বিধবা ভাতার বিষয়টি জানতেন না তাঁরা। জানা মাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথাও বলেছেন তিনি।

মেদিনীপুর শহরের কালগাং মালিপাড়া এলাকার বাসিন্দা বাব্লু মোল্লা ও ফুলু বিবি। রান্নার কাজ করেন ফুলু বিবি। স্বামী জীবিত থাকা সত্ত্বেও মাসের পর মাস বিধবা ভাতা তোলেন তিনি। স্বামী জীবিত থাকা অবস্থায় কীভাবে স্বামী মারা যাওয়াত আবেদন করে বিধবা ভাতা পাচ্ছেন তিনি? সাধারণ মানুষ গোটা ঘটনার জন্য প্রসাশনের উদাসীনতাকেই দায়ী করেছেন। পাশাপাশি ষাটঊর্ধ্ব হওয়া সত্ত্বেও আবেদন করে ভাতা পায় না বহু মানুষ। সেখানে স্বামী জীবিত থাকা সত্ত্বেও কী ভাবে ভাতা পাচ্ছেন তাঁরা? সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন চলছে এই এক ঘটনা।

ঘটনা প্রসঙ্গে একালার পঞ্চায়েত সদস্য নিরঞ্জন হালদার জানিয়েছেন, বার্ধক্য ভাতার ক্ষেত্রে নতুন আবেদনে সারা দিচ্ছে না সরকার। সেখানে এইরকম ভুল কীভাবে হল সেবিষয় খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার বিবরণ জানানো হয়েছে উপর মহলেও। তিনি আরও বলেন,'একজন মানুষ বেঁচে থাকতে তাঁর স্ত্রী বিধবা ভাতা পাবে এটা মেনে নেওয়া যায় না।' পাশাপাশি তিনি এও বলেছেন যে, ঘটনার বিষয় জানতে পেরেই তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। অন্যদিকে গোটা ঘটনার ব্যখ্যা হিসেবে অভিযুক্ত দম্পতি বলেছেন,'যখন প্রথম দুয়ারে ক্যাম্প শুরু হয় বছর চারেক আগে সেই সময় আমি ও আমার স্বামী বার্ধক্য ভাতার জন্য আবেদন করি। তারপর আমাদের দু'জনের অ্যাকাউন্টেই টাকা ঢোকে। সেই থেকেই আমরা টাকা তুলছি কিন্তু বুঝতে পারিনি এটা বিধবা ভাতার টাকা। সম্প্রতি পঞ্চায়েত থেকে এসে বিষয়টা জানানো হয়। পঞ্চায়েতে জানিয়েছি যাতে বিষয়টা ঠিক করে দেওয়া হয়।'

আরও পড়ুন - 

হাতির আক্রমণে ছাত্র মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর, জঙ্গলের রাস্তা দিয়ে আসা পড়ুয়াদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করার নির্দেশ\

পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মান্তিক ঘটনা, হাতির পায়ে পিষ্ট হয় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

পরীক্ষার মরশুমে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত মেট্রোরেল কর্তৃপক্ষের, জানুন সূচি