অনুব্রত-হারা বীরভূমে তৃণমূলের হাল ধরবে কে? কোর কমিটি নিয়ে জোরদার কর্মসূচিতে নামছে শাসক শিবির

Published : Mar 09, 2023, 03:04 PM IST
Kajal Shaikh anubrata

সংক্ষিপ্ত

আসানসোল জেল থেকে আর কেষ্ট মণ্ডলের পরামর্শ পাওয়া যাবে না। পঞ্চায়েত নির্বাচনের একেবারে দোরগোড়ায় এসে দলের এতও বড় ধাক্কায় এখন খানিকটা হলেও বিব্রত ঘাসফুল পক্ষ। 

অনুব্রতহীন বীরভূমেও আয়োজিত হবে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। কিন্তু, তৃণমূল কংগ্রেসের মূল হাতিয়ার কেষ্ট এখন নয়াদিল্লিতে ইডির হেফাজতে। তাই এবার সেই জেলায় রাজনৈতিক সমীকরণ কী হবে, তা নিয়েই চিন্তায় রয়েছে সমস্ত রাজনৈতিক শিবির। কারণ, অনুব্রত মণ্ডল বীরভূম জেলাতে প্রভাব বিস্তার করেছিলেন ব্যাপকভাবে। লাল মাটির জেলা ছিল একেবারে তাঁর হাতের মুঠোয়। তাই তাঁর পরিবর্তে কাকে প্রধান মুখ হিসেবে এগিয়ে রাখা হবে, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

সূত্রের খবর, এই সিদ্ধান্ত নেওয়ার জন্যই বীরভূমে প্রস্তুত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নতুন কোর কমিটি। কমিটির সদস্যরা বর্তমানে বীরভূমের আনাচাকানাচে ঘুরে বেড়াচ্ছেন। বারবার দলীয় বৈঠক হচ্ছে। অনুব্রত না থাকার কারণে যাতে কোনও কুপ্রভাব না পড়ে, সেই বিষয়টি নিশ্চিত করতে কোর কমিটিকে লাগাতার কর্মসূচির মধ্যে থাকার নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব। কোর কমিটির নতুন সদস্য নানুরের হেভিওয়েট নেতা কাজল শেখকে এখন বাড়তি দায়িত্ব নিতে বলা হয়েছে। অনুব্রতর পরে কাজল শেখই এমন এক নেতা, যিনি গোটা বীরভূম জেলাকে ভালোভাবে চেনেন।

পঞ্চায়েত নির্বাচনের একেবারে দোরগোড়ায় এসে অনুব্রতকে রাজ্যছাড়া হতে হবে, এটা প্রথমে গুরুত্ব দিয়ে ভাবেনি তৃণমূল। আসানসোল জেল থেকে আর কেষ্ট মণ্ডলের পরামর্শ পাওয়া যাবে না। যদিও বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় বলেছেন, ‘‌কোনও জায়গা খালি থাকে না। একজন যাওয়ার পর অন্য ব্যক্তি এসে সেই জায়গা ভর্তি করে। তেমনি অনেকেই চেষ্টা করবেন সেই জায়গা নেওয়ার। মনে হচ্ছে খানিকটা বেলাগাম হচ্ছে জেলা। কিন্তু বাঁধন যেভাবে অটুট থাকার কথা সেভাবেই আছে।’‌

আরেকদিকে কাজল শেখের বক্তব্য, ‘‌অনুব্রত মণ্ডল যে দল তৈরি করে গিয়েছেন, সেই দলই এখন বীরভূম জেলা পরিচালনা করছে। সেই দল ছাড়া জেলায় বিরোধীদের না কোনও সংগঠন আছে, না কোনও ঐক্য রয়েছে। এখানের ১৬৯ গ্রাম পঞ্চায়েতে জোড়াফুলই ফুটবে। কোনও কর্মীদের মনোবল ভাঙেনি। সব ঠিক আছে।’‌

আরও পড়ুন-
আপনার রাশি মেষ, মীন, নাকি মিথুন? প্রত্যেকটি রাশির জাতকের রয়েছে এমন কিছু স্বভাব, যেগুলো পরিত্যাগ না করলে পড়তে হবে বিপদে
কুকুর দেখাশোনার জন্য দীর্ঘ কয়েক বছর ধরে নিয়মিত টাকা পাচ্ছেন কর্মী, তা সত্ত্বেও খেতে না পেয়ে মরে গেল ১ হাজার কুকুর
‘ডিএ-তে ১০৫%-এর হিসেব দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাম-ডান রাজনীতির ভাগাভাগি করছেন’, অভিযোগ রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতার
শহরের রাস্তায় গাড়ির গতি যদি বেপরোয়া হয়, তাহলে চালকরা সাবধান, বিশেষ কয়েকটি ক্রসিং-এ শুরু হচ্ছে সারপ্রাইজ নাকা চেকিং

PREV
click me!

Recommended Stories

দীপু দাসের হত্যার প্রতিবাদে কোচবিহারে মিছিল হিন্দু জাগরণ মঞ্চের | Protest Agaisnst Bangladesh
Adhir Ranjan Chowdhury: অগ্নিগর্ভ বাংলাদেশ নিয়ে ইউনূসকে চরম কটাক্ষ অধীরের! দেখুন কী বলছেন