
Firhad Hakim News: সামনেই ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি পর্ব। জেলায়-জেলায় চলছে সমাবেশ। শুক্রবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ধুলিয়ান পুরসভা এলাকায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা করতে আসেন তৃণমূল নেতা তথা রাজ্যের পুর নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিনের সভা থেকে একাধিক ইস্যুতে সরব হন তৃণমূলের মন্ত্রী। নাম না করেও শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তীব্র কটাক্ষ করেন তিনি।
শুক্রবার বহরমপুর সার্কিট হাউস এবং জেলা তৃণমূল ভবনে দলের নেতা কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন ফিরহাদ। বিকালে তিনি ধুলিয়ান পুরসভা এলাকায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন। এরপর সেখান থেকেই সাম্প্রদায়িক ইস্যুতে বিজেপিকে বিঁধে বলেন, ''একটু আগে বিরোধী দলনেতা আমার বিরুদ্ধে বলেছে যে ফিরহাদ হাকিম একটা সম্প্রদায়ের নেতা তিনি মহানগরিক হতে পারেনা। তাহলে আমি জিজ্ঞেস করতে চাই আগে যখন তুমি পাল্টি মারোনি তখন তো আমার চেতলা অগ্রণী আমার পাড়াতে এসে পুজো দেখতে তখন তো মনে হয়নি সাম্প্রদায়িক।''
তিনি আরও বলেন, ''আমি মিনি পাকিস্তান কোনদিন বলিনি, এখানকার সাংবাদিক হলে আমি কেস করতাম, আমি কি ইন্টারন্যাশনাল কোটে যাব? প্রশ্ন করেন ফিরহাদ হাকিম। পাকিস্তানের পেপার আমি পড়িও না কোথায় কি লিখেছে আমি জানিও না। পাকিস্তানের কাগজ কারা পড়ে , আমাদের পার্টি অফিসে থাকেনা।'' একই সঙ্গে বলেন, ''বিজেপির পার্টি অফিসে "ডন" পত্রিকা পাওয়া যায়। এর পাশাপাশি তিনি বলেন এখন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশী বলে পুষব্যাক করছে। এগুলো কি বাপের জমিদারি এগুলো কোন তদন্তকারী সংস্থার অধিকার নেই। পুষ ব্যাক পুশ ইন আদালত করবে। নাম না করে ছাগলের তৃতীয় বাচ্চা বলেও কটাক্ষ রাজ্য বিজেপির নেতাদের।''
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নেতাকে গুলি করে খুন। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে এই ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজ্জাক খান খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত দশটার দিকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন স্থানীয় তৃণমূল নেতা রজ্জাক। ঘটনাস্থল থেকে জখম নেতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। তৃণমূল অভিযোগের আঙুল তুলেছে আইএসএফ-এর দিকে। যেহেতু ভাঙড় এলাকা কলকাতা পুলিশের অধীনে তাই ঘটনাস্থল পরিদর্শনে যান নগরপাল মনোজ বর্মা। বাজার থেকে মারিচের বাড়িতে ফেরার পথে খালের কাছে রাজ্জাক খানের উপর হামলা হয় বলে অভিযোগ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।