Hooghly: দাদার হাতে খুন ভাই, স্বামীর মৃত্যুশোক মানতে না পেরে আত্মঘাতীর চেষ্টা স্ত্রীর

Published : Jul 11, 2025, 07:32 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

West Bengal Crime News: পারিবারিক বিবাদে দাদার হাতে খুন ভাই। ঘটনায় স্বামীর মৃত্যু শোক সহ্য করতে না পেরে আত্মহত্য়ার চেষ্টা স্ত্রীর। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Hooghly News: দাদার হাতে ভাই খুন! পারিবারিক বিবাদে হুগলির গোঘাটে চাঞ্চল্য। জানা গিয়েছে, হুগলির গোঘাটের রঘুবাটি অঞ্চলের হরিশ্চন্দ্রপুর গ্রামে পারিবারিক বিবাদ ঘিরে ঘটল মর্মান্তিক ঘটনা। দাদার মারধরে প্রাণ গেল ছোট ভাই উৎপল ঘোষের (বয়স ৩৮)। ঘটনায় অভিযুক্ত দাদা চঞ্চল ঘোষকে আটক করেছে পুলিশ।

আরও জানা গিয়েছে, চঞ্চল ঘোষ আরামবাগ এসডিও অফিসের সামনে টাইপিংয়ের কাজ করেন। সেখানেই কাজ করতেন উৎপল ঘোষও। পরিবারে দীর্ঘদিন ধরেই নানা বিষয়ে অশান্তি চলছিল বলে দাবি প্রতিবেশীদের। বৃহস্পতিবার দুই ভাইয়ের মধ্যে তীব্র বচসা বাধে, যা গড়ায় মারধরে। অভিযোগ, সেই সময় চঞ্চল রাগের মাথায় উৎপলকে বেধড়ক মারধর করেন এবং অন্ডকোষে লাথি মারেন। তার জেরেই ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন উৎপল। তড়িঘড়ি তাঁকে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, স্বামীর মৃত্যুসংবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন উৎপলের স্ত্রী শ্রাবন্তী ঘোষ। জানা গিয়েছে, তিনি বাড়ির পাশেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ঘটনার পর গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত চঞ্চল ঘোষকে আটক করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। মৃত উৎপলের রয়েছে একমাত্র ১০ বছরের সন্তান। ও  বৃদ্ধ বাবা মহাদেব ঘোষ। পাড়ার লোকজন ও পরিবারের অন্যান্য সদস্যরা শোকস্তব্ধ। তাদের দাবি, পারিবারিক ঝামেলার এত ভয়ানক পরিণতি হবে, ভাবতে পারেননি কেউই।

অন্যদিকে, দু'বার রাস্তা তৈরির কাজের উদ্বোধন হয়েছে। তাও নেই রাস্তা! খাটিয়া করে প্রসূতিকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। এমনি দুর্দশার ছবি ফুটে উঠল মুর্শিদাবাদের সুতিতে। গ্রামাঞ্চলের সাধারণ মানুষ যাতে 'পথশ্রী' প্রকল্পের রাস্তা ব্যবহার করে উপকৃত হতে পারেন সেই উদ্দেশ্যে রাজ্য সরকার প্রায় দেড় বছর আগে মুর্শিদাবাদের সুতি-১ ব্লকের হারুয়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত পারাইপুর গ্রামে প্রায় ১ কিলোমিটার রাস্তা তৈরির জন্য ৩৯ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। 

সূত্রের খবর, স্থানীয় বিডিও অফিস থেকে রাস্তা নির্মাণের কাজের 'ওয়ার্ক অর্ডার' পাওয়ার পর আজ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ওই গ্রামে রাস্তা তৈরির কাজ শুরু করেনি বলে অভিযোগ। তার ফলে নিত্যদিন প্রচন্ড অসুবিধার মধ্যে যাতায়াত করতে হচ্ছে ওই গ্রামের কয়েক হাজার বাসিন্দাকে।

সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। ওই গ্রামের একটি ভিডিয়োতে দেখতে পাওয়া যাচ্ছে (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা) গ্রামের রাস্তা কাদায় ভর্তি। গর্ভবতী এক মহিলাকে তার পরিবারের সদস্যরা খাটিয়ায় চাপিয়ে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রাজ্যজুড়ে আরও বাড়বে শীতের আমেজ, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট
চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন